পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : কমবে বৃষ্টি, আগামী কয়েকদিন ভ্যাপসা গরম সঙ্গী দক্ষিণবাসীর - আবহাওয়ার খবর

বৃষ্টি কমার পাশাপাশি আগামী কয়েকদিনে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ৷ এমনটাই জানালো আলিপুর আবহাওয়া অফিস ৷

রাজ্যে বর্ষা থাকলেও আগামী কয়েকদিন দক্ষিণে বাড়বে গরম
রাজ্যে বর্ষা থাকলেও আগামী কয়েকদিন দক্ষিণে বাড়বে গরম

By

Published : Sep 2, 2021, 7:32 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : আগামী তিন-চার দিনে বৃষ্টি কমার পাশাপাশি বাড়বে তাপমাত্রা ৷ তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে কয়েকদিন । আগামী কয়েকদিনে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস । অন্যদিকে, আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এর মধ্যে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

আরও পড়ুন :Allahabad High Court : গরু হোক জাতীয় পশু, পরামর্শ এলাহাবাদ হাইকোর্টের

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে । ফলে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আগামী তিন-চার দিনের মধ্যে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস । এর ফলে দিনের তাপমাত্রা বেড়ে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে । এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।

কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকার পাশাপাশি রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার ।

আরও পড়ুন :Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার

ABOUT THE AUTHOR

...view details