পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tapentadol Tablet Recovered: বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে চার লাখের 'ট্যাপেনটাডল' ট্যাবলেট উদ্ধার বিএসএফের - পেইন কিলার ট্যাবলেট

ফের সাফল্য বিএসএফের ৷ প্রায় সাড়ে চার লাখ টাকার ব্যাগভরতি পেইন কিলার ট্যাবলেট উদ্ধার করল দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 68 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ উদ্ধার হওয়া ওই ট্যাবলেটের নাম 'ট্যাপেনটাডল'৷

Tapentadol Tablet Recovered
ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার বিএসএফের

By

Published : Apr 18, 2023, 7:52 AM IST

কলকাতা, 18 এপ্রিল: সোনা, রূপো, গাঁজা, মাছের ডিম, ইয়াবার পর এবার পেইন কিলার ট্যাবলেট পাচার রুখল বিএসএফ। প্রায় সাড়ে চার লাখ টাকার ব্যাগভরতি পেইন কিলার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই ট্যাবলেটের নাম 'ট্যাপেনটাডল'। বিএসএফ সূত্রের দাবি, রবিবার রাতে 1 হাজার 300টি পাতা ট্যাপেনটাডল ট্যাবলেট এবং 81টি ওষুধের কাগজ উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য 4 লাখ 48 হাজার 500 টাকা। বাজেয়াপ্ত ওই ওষুধগুলি বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাপেনটাডল (Tapentadol) হল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ। যা মাঝারি থেকে গুরুতর ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। যখন অন্যান্য চিকিৎসায় ব্যথাকে যথেষ্ট ভালোভাবে নিরাময় করে না তখনই এই ট্যাপেনটাডল ব্যবহার করা হয়। কিন্তু, ট্যাপেনটাডলের আসক্তি/অভ্যাস গঠনের সম্ভাবনা খুবই বেশি। তাই, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। বিএসএফ-এর ধারণা এই বিপুল পরিমাণ ট্যাপেনটাডল নেশার জন্যই পাচার করা হচ্ছিল।

রবিবার রাতে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 68 নম্বর ব্যাটেলিয়নের সীমা চৌকি জিতপুরের (উত্তর 24 পরগনা) সতর্ক জওয়ানরা 4-5 জন চোরাকারবারীকে বর্ডারের দিকে এগিয়ে যেতে দেখেন। জওয়ানরা তাদের পিছু করলে পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে গ্রামের দিকে ফিরে পালিয়ে যায়। 68 নম্বরর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার বলেন, "সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদা তৎপরতার সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে তাঁদের দায়িত্ব পালন করেন। চোরাকারবারীরা প্রায়শই পাচারের চেষ্টা করে, যার মধ্যে কিছু চোরাকারবারী ধরাও পড়ছে। বিএসএফ কোনও অবস্থাতেই সীমান্ত পাচার হতে দেবে না।"

আরও পড়ুন:ত্রিপুরায় দু'কোটি টাকার গাঁজা-সহ গ্রেফতার তিন

এদিকে গতকাল অর্থাৎ সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে 5 কেজি গাঁজা এবং 377টি বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে ৷ ওই ফেনসিডিল বোতলের আনুমানিক মূল্য 77 হাজার 401 টাকা। সীমা চৌকি ডোবিলা, 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। জওয়ানরা তৎক্ষণাৎ তাদের ঘিরে ফেলতে শুরু করে ৷ কিন্তু তারা অন্ধকারের সুওযগ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে, তল্লাশির সময় জওয়ানরা ঘটনাস্থল থেকে 200টি বোতল ফেনসিডিল এবং 5 কেজি গাঁজা উদ্ধার করে।
এছাড়া অন্যান্য ঘটনায় সীমা চৌকি রাঙিয়াপোতা, 82 নম্বর ব্যাটেলিয়ন সীমা চৌকি আশারিদা, 35 নম্বর ব্যাটেলিয়ন ও সীমা চৌকি গোপালনগর, 70 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাঁদের এলাকা থেকে মোট 177টি বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

ABOUT THE AUTHOR

...view details