কলকাতা, 13 মার্চ: বিধানসভায় দাঁড়িয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বক্তব্যকে সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তিনি সোমবার বিধানসভার লবিতে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, ‘‘বাংলার অবস্থা ধীরে ধীরে কাশ্মীরের মতো হয়ে যাচ্ছে । সঠিক কথাই বলেছেন বিবেক অগ্নিহোত্রী । উনি বেঙ্গল ফাইলস (Bengal Files) নিয়ে আসছেন ।’’
তাঁর দাবি, নির্বাচন পরবর্তী সময়ে বাংলায় যে হিংসার ঘটনা ঘটেছিল (Post Poll Violence in Bengal), তা কোনও রাজনৈতিক সংঘর্ষ ছিল না । বরং তা ছিল সাম্প্রদায়িক সংঘর্ষ । এই মুহূর্তে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে কাশ্মীরের চেহারা বদলে গিয়েছে ৷ কিন্তু দিন দিন খারাপ হচ্ছে বাংলার অবস্থা ।
বিরোধী দলনেতা বলেন, ‘‘নরেন্দ্র মোদি, অমিত শাহের হাতে পড়ে কাশ্মীর ঠান্ডা হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ এখন নেক্সট কাশ্মীর হতে চলেছে । রাহুল গান্ধি এখন কাশ্মীরে গিয়ে বরফ খেলছেন, প্রিয়াংকা গান্ধি মোটরসাইকেল চালাচ্ছেন । এখন ঠান্ডা করার দরকার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পশ্চিমবঙ্গকে । পশ্চিমবঙ্গে এখন দেশবিরোধী কাজ হচ্ছে । আর এখান থেকে রোহিঙ্গারা ঢুকে দিল্লি থেকে শুরু করে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে ।’’