কলকাতা, 21 নভেম্বর: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) হারাতে নেতৃত্ব দিতে হবে মাতৃশক্তিকে ৷ সোমবার কলকাতায় বিজেপির মহিলা মোর্চার (BJP Mahila Morcha) কর্মসূচি থেকে এই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷
সেখানে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেন ৷ শুভেন্দুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ক্ষতি করেছে মাতৃশক্তির ৷ কখনও ভাষায় আক্রমণ করেছে ৷ শারীরিক ভাবে আক্রমণ করেছে ৷
তাই তাঁর বার্তা, মাতৃশক্তিকে জাগতে হবে ৷ তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে ৷ তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান দেয় না বলেও তিনি অভিযোগ করেন ৷ পাশাপাশি দাবি করেন, নারীদের যথাযথ সম্মান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, ‘‘নরেন্দ্র মোদির চোখে মাতৃশক্তি ঈশ্বরের প্রতিরূপ ৷ মাতৃশক্তিকে আমরা সবচেয়ে উপরে রাখি ৷’’