পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: অবমাননাকর মন্তব্য ! শুভেন্দু অধিকারীকে আপাতত নিম্ন আদালতে হাজিরা দিতে হচ্ছে না - Suvendu Adhikari does not have to

অবমাননাকর মন্তব্য ইস্যুতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আপাতত নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হবে না । জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

By

Published : Nov 4, 2022, 2:19 PM IST

কলকাতা, 4 নভেম্বর:মানহানিকর মন্তব্য ইস্যুতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আপাতত নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হবে না । মানহানিকর মন্তব্য করেছেন এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থানায় অভিযোগ দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । বিষয়টি ব্যাংকশাল আদালতে ওঠে । বিরোধী দলনেতাকে শনিবার নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত । সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী মামলা করেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, যত দিন পর্যন্ত হাইকোর্টে মামলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী নিজে না গেলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন । নিম্ন আদালতের মামলা যেমন চলছিল তেমনই চলবে ।

আরও পড়ুন:তৃণমূল অঞ্চল সভাপতি পদ নিয়ে বাঁকুড়ায় শাসকদলের 'গোষ্ঠীদ্বন্দ্ব'

জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে 17 নভেম্বর ৷ বিচারপতি আরও বলেন, "বিরোধী দলনেতার বিরুদ্ধে 10টির বেশি মামলা রয়েছে নিম্ন আদালতে । তার মানে এই নয় সব মামলায় তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে ।"

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় ডায়মন্ড হারবার-সহ একাধিক জায়গায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় সাংসদ তৃণমূলের (Trinamool Congress) অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেন অভিষেক ৷ তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার ব্যাঙ্কশাল আদালতে অভিযোগ দায়ের করেন তিনি ৷

শুভেন্দুর একটি মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয় ৷ অভিযোগ দায়ের করা হয় ৷ সেই মামলাতেই নিম্ন আদালত তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল ৷ ওই মামলাতেই আগামী শনিবার নিম্ন আদালতে হাজিরা দেওয়ার দিন ধার্য হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জন্য ৷ সেই হাজিরা এড়াতেই শুভেন্দুর আইনজীবী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ৷ আজ হাইকাের্ট রায় দেয়, যত দিন পর্যন্ত হাইকোর্টে মামলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী নিজে না গেলেও নিজের আইনজীবী দিয়ে হাজিরা দিতে পারবেন । তবে নিম্ন আদালতের মামলা যেমন চলছিল তেমনই চলবে ।

ABOUT THE AUTHOR

...view details