পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari Attacks TMC: বঞ্চনা ঢাকতে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তুলছে তৃণমূল, দাবি শুভেন্দুর - রাজ্যভাগ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

সোমবার বিধানসভায় রাজ্যভাগ নিয়ে প্রস্তাব আনে শাসকদল তৃণমূল ৷ এই প্রস্তাব আনার বিষয়টিকে শাসকদলের হিডেন পলিটিক্যাল এজেন্ডা হিসেবেই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on separate state issue) ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Feb 20, 2023, 10:06 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি:রাজ্যভাগ নিয়ে সোমবার বিধানসভায় সরকারপক্ষের আনা প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন বিধানসভায় বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব নিয়ে এসেছিলেন শাসকদলের বিধায়ক সত্যজিৎ বর্মন (resolution against separate state demand)। এই বিষয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী সরকার পক্ষের এই প্রস্তাবকে অপ্রাসঙ্গিক বলে আখ্যা দিয়েছেন (Suvendu Adhikari on Bengal Division issue)।

বিরোধী দলনেতার কথায়, হঠাৎ করে রাজ্যে ভাগ নিয়ে এই প্রস্তাব আনা হল কেন! কোনও রাজনৈতিক দল বা কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ করছে না, বা বিশেষ কোনও আন্দোলন এই মুহূর্তে হচ্ছে না, যে কারণে সরকার এমন প্রস্তাব আনতে বাধ্য হল । শুভেন্দু অধিকারীর কথায়, "এটা আসলে নির্বাচনী এজেন্ডা । এটা শাসকদলের হিডেন পলিটিক্যাল এজেন্ডা । তৃণমূল কংগ্রেস জানে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং আগামী বছর দেশের সাধারণ নির্বাচন । 2021 সালে রাজ্যের মানুষের কাছে এনআরসি'র জুজু দেখানো হয়েছিল । এবার রাজ্য ভাগের জিগির তুলে রাজনৈতিক লাভ পেতে চাইছে তৃণমূল ৷"

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন জানান, অনুন্নয়নের কারণে তিনটি আলাদা দফতর রয়েছে রাজ্যে । একটা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, একটা সুন্দরবন উন্নয়ন দফতর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর । কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে বাজেটে অর্থ বরাদ্দ আর অর্থ প্রদানের মধ্যে ফারাক আকাশপাতাল । এর বিস্তারিত হিসেব দিয়ে শুভেন্দু অধিকারী এদিন জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জন্য 2019-20 সালে বাজেট বরাদ্দ ছিল 660 কোটি টাকা, কিন্তু দেওয়া হয়েছিল 446 কোটি । শতাংশের বিচারে তা 67 শতাংশ । 2020-21 অর্থবর্ষে বাজেট বরাদ্দ ছিল 710 কোটি টাকা । কিন্তু দেওয়া হয় মাত্র 246 কোটি টাকা । শতাংশের বিচারে দেখলে তা 34.7 শতাংশ । 2021-22 সালে বাজেট বরাদ্দ হয় 759 কোটি টাকা, কিন্তু দেওয়া হয় 170 কোটি টাকা।

আরও পড়ুন:বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে উঠল গোর্খাল্যান্ড নিয়ে গণভোটের দাবি

একইভাবে সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল নিয়েও তথ্য দিয়ে বঞ্চনার অভিযোগ তুলেছেন শুভেন্দু । তিনি বলেন, "আপনি তিনটি এলাকাকে বঞ্চিত করবেন আর সেই বঞ্চনার কথা বললেই বলবেন বিচ্ছিন্নতাবাদী । এটা চলতে পারে না ।" এদিন রাজ্য ভাগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আমরা চাই এক পশ্চিমবঙ্গ । শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ । এক ভারত, শ্রেষ্ঠ ভারত । আমরা পশ্চিমবঙ্গের একতা চাই । ঐক্যবদ্ধতা চাই, পশ্চিমবঙ্গের জয় চাই । কিন্তু উত্তরবঙ্গ, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চলের বঞ্চনার মুক্তি ঘটুক ।"

ABOUT THE AUTHOR

...view details