পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Disrespect of National Flag: জাতীয় পতাকার অবমাননা নিয়ে শুভেন্দুর অভিযোগ, রাজ্যকে দ্বিতীয় চিঠি শাহের মন্ত্রকের - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তাঁর মিছিল আটকে জাতীয় পতাকার অবমাননা করেছেন রাজ্যে পুলিশ আধিকারিকরা, স্বরাষ্ট্রমন্ত্রকে এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই নিয়ে আগে একবার রাজ্যের জবাব চেয়েছিল অমিত শাহের মন্ত্রক ৷ উত্তর না মেলায় আবার চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে ৷ টুইট করে দাবি শুভেন্দুর ৷

MHA
MHA

By

Published : May 8, 2023, 6:02 PM IST

কলকাতা, 8 মে: পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে দ্বিতীয়বার রাজ্য়ের জবাব তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কেন্দ্রের পাঠানো চিঠির ছবি পোস্ট করে এমনই জানিয়েছেন শুভেন্দু ৷

বিরোধী দলনেতার অভিযোগ, 2022 সালের 12 অগস্ট তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তিরঙ্গা যাত্রা বের করেছিলেন ৷ জাতীয় পতাকা হাতে সেদিন মিছিল শুরু করেন তিনি ৷ কিন্তু মাঝপথে সেই মিছিল পুলিশ আটকায় ৷ এর জেরে তাঁর সঙ্গে বাকবিতণ্ডাও হয় পুলিশের আধিকারিকদের ৷

শুভেন্দুর দাবি, তাঁর মিছিল আটকে আসলে জাতীয় পতাকার অবমাননা করেছেন সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা ৷ সেই কারণে তিনি চিঠি লিখে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করেন ৷ প্রথমবার অভিযোগের প্রেক্ষিতে জবাব চাওয়া হয় কেন্দ্রের তরফে ৷ কিন্তু কোনও জবাব না মেলায় আবার চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পাঠানো যে চিঠিটি শুভেন্দু অধিকারী টুইট করেছেন সোমবার, সেখানে লেখা রয়েছে যে এই নিয়ে 2022 সালের 27 সেপ্টেম্বর বিষয়টি খতিয়ে দেখতে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি পাঠানো হয় ৷ এই নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছিল ৷ কিন্তু এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷

ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি প্রদীপ কুমার পাণ্ডের সই করা ওই চিঠিতে আরও লেখা হয়েছে যে এই ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রক দ্রুত দাখিল করতে বলেছে ৷ যদিও টুইটারে শুভেন্দু দাবি করেছেন যে তিনি নিশ্চিত এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উত্তর দেওয়া হবে না ৷ কারণ, ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি ৷

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা টুইটারে লিখেছেন, ওই আধিকারিকরা শাসক দলের হয়ে কাজ করেন ৷ তাঁরা একটি রাজনৈতিক দলের নির্দেশ মেনে চলেন ৷ তাই তাঁদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবে রাজ্য সরকার ?

যে চিঠিটি শুভেন্দু পোস্ট করেছেন, সেখানে 26 এপ্রিল, 2023 এর তারিখ উল্লেখ করা হয়েছে ৷ তার পর কেটে গিয়েছে প্রায় 12 দিন ৷ ফলে এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের কি প্রতিক্রিয়া, তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:এসপ্ল্যানেড মেট্রোর নাম বদলের দাবি শুভেন্দুর, ধর্মতলার স্বপক্ষে কথা বলবেন রেলমন্ত্রীর সঙ্গে

ABOUT THE AUTHOR

...view details