কলকাতা, 8 মে: পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে দ্বিতীয়বার রাজ্য়ের জবাব তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কেন্দ্রের পাঠানো চিঠির ছবি পোস্ট করে এমনই জানিয়েছেন শুভেন্দু ৷
বিরোধী দলনেতার অভিযোগ, 2022 সালের 12 অগস্ট তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তিরঙ্গা যাত্রা বের করেছিলেন ৷ জাতীয় পতাকা হাতে সেদিন মিছিল শুরু করেন তিনি ৷ কিন্তু মাঝপথে সেই মিছিল পুলিশ আটকায় ৷ এর জেরে তাঁর সঙ্গে বাকবিতণ্ডাও হয় পুলিশের আধিকারিকদের ৷
শুভেন্দুর দাবি, তাঁর মিছিল আটকে আসলে জাতীয় পতাকার অবমাননা করেছেন সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা ৷ সেই কারণে তিনি চিঠি লিখে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করেন ৷ প্রথমবার অভিযোগের প্রেক্ষিতে জবাব চাওয়া হয় কেন্দ্রের তরফে ৷ কিন্তু কোনও জবাব না মেলায় আবার চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পাঠানো যে চিঠিটি শুভেন্দু অধিকারী টুইট করেছেন সোমবার, সেখানে লেখা রয়েছে যে এই নিয়ে 2022 সালের 27 সেপ্টেম্বর বিষয়টি খতিয়ে দেখতে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি পাঠানো হয় ৷ এই নিয়ে রিপোর্টও চাওয়া হয়েছিল ৷ কিন্তু এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷