পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Foreigner Arrested: স্বাধীনতা দিবসের আগে ধৃত 'সন্দেহজনক' বিদেশি - Foreigner Arrested

হেয়ার স্ট্রিট থানার পুলিশ একটি গেস্ট হাউস থেকে থাইল্যান্ডের এক নাগরিককে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম অজয় প্রতাপ সিং । তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ (Suspected Foreigner Arrested) ৷

Foreigner Arrested
স্বাধীনতা দিবসের আগে ধৃত 'সন্দেহজনক' বিদেশি

By

Published : Aug 11, 2022, 1:13 PM IST

Updated : Aug 11, 2022, 1:47 PM IST

কলকাতা, 11 অগস্ট: স্বাধীনতা দিবসের আগে খাস কলকাতা থেকে গ্রেফতার থাইল্যান্ডের এক নাগরিক (Suspected Foreigner Arrested)। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে বৈধ ভিসা না থাকা সত্ত্বেও সে কলকাতার একটি গেস্ট হাউসের থাকছিলেন । ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কেন তিনি কলকাতায় বসবাস করছিলেন তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ।

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অজয় প্রতাপ সিং । তাকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করেছে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাসপোর্ট মোবাইল ফোন, একটি ট্যাব এবং নগদ 1670 টাকা । কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, 2019 সালে ওই ব্যক্তির ভিসা শেষ হয়ে গিয়েছে । তিনি আদতে থাইল্যান্ডের বাসিন্দা । ঠিক কী কারণে এতদিন ধরে কলকাতার এই হোটেলে গা ঢাকা দিয়েছিল, সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:হাওড়ায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে খুন, গ্রেফতার গৃহবধূ

স্বাধীনতা দিবসের আগে ইতিমধ্যেই গোয়েন্দাদের তরফে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি নাশকতা হতে পারে । তারপরেই কলকাতা পুলিশ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ বিভিন্ন ধর্মীয় স্থান, চিড়িয়াখানা এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছিল । এদিন হেয়ারস্ট্রিট থানা এলাকার বিভিন্ন গেস্ট হাউসে তল্লাশি অভিযান চলছিল তখনই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।

Last Updated : Aug 11, 2022, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details