কলকাতা, 11 অগস্ট: স্বাধীনতা দিবসের আগে খাস কলকাতা থেকে গ্রেফতার থাইল্যান্ডের এক নাগরিক (Suspected Foreigner Arrested)। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে বৈধ ভিসা না থাকা সত্ত্বেও সে কলকাতার একটি গেস্ট হাউসের থাকছিলেন । ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কেন তিনি কলকাতায় বসবাস করছিলেন তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অজয় প্রতাপ সিং । তাকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করেছে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাসপোর্ট মোবাইল ফোন, একটি ট্যাব এবং নগদ 1670 টাকা । কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, 2019 সালে ওই ব্যক্তির ভিসা শেষ হয়ে গিয়েছে । তিনি আদতে থাইল্যান্ডের বাসিন্দা । ঠিক কী কারণে এতদিন ধরে কলকাতার এই হোটেলে গা ঢাকা দিয়েছিল, সেই সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ।