পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Supreme Court: প্রাথমিকে 32 হাজার চাকরি বাতিলে হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় 32 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ তবে মামলার নিষ্পত্তির দায়িত্ব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপরই ছেড়েছে শীর্ষ আদালত ৷

Supreme Court
Supreme Court

By

Published : Jul 7, 2023, 2:42 PM IST

Updated : Jul 7, 2023, 3:13 PM IST

কলকাতা, 7 জুলাই: চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টে ৷ শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি জে কে মহেশ্বরী ও কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে ৷ বেআইনি ভাবে নিয়োগ পাওয়া প্রায় 32 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ, সেই নির্দেশই এ দিন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে ।

প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চেরও দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা প্রার্থীরা ৷ ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল ৷ কিন্তু চাকরি বাতিলের পর নতুন করে ইন্টারভিউ নেওয়ার যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, তা বহাল রাখে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ ৷

পরে চাকরিহারা প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকেই এই মামলার নিষ্পত্তি করতে নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট ।

আরও পড়ুন:36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বেআইনিভাবে নিযুক্ত হওয়া 32 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হবে ৷ আগামী অগস্টের মধ্যে নতুন করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ৷ যাঁদের চাকরি যাচ্ছে, তাঁদের মধ্যে যোগ্যরা আবার ইন্টারভিউয়ে বসতে পারবেন ৷

সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারা প্রার্থীরা ৷ সেই মামলার শুনানি হয় হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে ৷ ডিভিশন বেঞ্চ নির্দেশে সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের রায়ের উপর স্থগিতাদেশ দেয় ৷

তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, 32 হাজার চাকরি বাতিল করার আগে সবপক্ষের বক্তব্য সিঙ্গল বেঞ্চ ভালো করে খতিয়ে দেখেনি । তাড়াতাড়ি করতে গিয়ে সিঙ্গল বেঞ্চের বিচারপতি সবপক্ষের বক্তব্য ভালো করে খতিয়ে দেখেছেন কি না, তা ভালো করে শুনে খতিয়ে দেখা ।

আরও পড়ুন:আপাতত স্বস্তি ! 32 হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া চলবে বলে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছিল । এই নির্দেশের বিরুদ্ধে চাকরিহারা প্রার্থীরা আপিল করেন সুপ্রিম কোর্টে । শীর্ষ আদালতে এ দিন বিচারপতি জে কে মহেশ্বরী ও কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সমস্ত নির্দেশ খারিজ করে দিয়েছে । আর দ্রুত নতুন শুনানি করে মামলার নিষ্পত্তি করতে বলেছে ৷

Last Updated : Jul 7, 2023, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details