পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দম থাকলে মুখ্যমন্ত্রী আগে আমাকে গ্রেফতার করুন,' পালটা হুঁশিয়ারি সুকান্তর - সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: একাধিক ইস্যুতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসনের সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 7:09 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 24 নভেম্বর:নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন । জানিয়েছিলেন, তৃণমূলের চারজনকে জেলে ভরলে বিজেপির আট জনকে পালটা তিনি জেলে পাঠাবেন । শুক্রবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন,"দম থাকলে মুখ্যমন্ত্রী আগে আমাকে গ্রেফতার করুন ৷"

সুকান্ত মজুমদার এদিন আরও জানান, তৃণমূলের পুলিশের দম থাকলে তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি হিসাব নিক । ময়দানে নেবে লড়াই করা হবে ৷ মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তির হিসেব নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ আগামী 29 নভেম্বর ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশে প্রথমে কলকাতা পুলিশ অনুমতি দিতে চায়নি ৷ এরপর কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি ৷ শুক্রবার বিজেপির সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "একুশে জুলাইটা ঐতিহাসিক দিন, আর বিজেপির এই সভা ঐতিহাসিক নয় ? এই রকম দু'কান কাটা সরকার আগে কেউ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দুমুখো মানুষ আমি আগে কখনো দেখিনি। দিল্লি গেলে মোদি সরকারের বিরুদ্ধে উনি স্বৈরাচারী কথা বলেন। আবার এই রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করে রেখেছেন যে ধর্মতলায় উনিই একা সভা করতে পারবেন। উনি মুখে এক কথা বলেন কাজে এক করেন। আদালত আছে বলে এই রাজ্যে গণতন্ত্রটা আছে । আদালত না থাকলে এখানে গণতন্ত্র থাকত না ।"

তৃণমূল বিধায়কদের বিধানসভায় হাজিরা খাতায় সই করা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের কটাক্ষ, অনেক তৃণমূল সাংসদ তো সংসদেই যান না । তাঁদের সর্বোচ্চ নেতাই তো সংসদে যান না । নেতারাই যদি লোকসভা বিধানসভায় না যান তাহলে আর বিধায়কদের দোষ কী !

আরও পড়ুন:

  1. কেন্দ্রের টাকা বন্ধ কেন ? বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখে সুকান্ত !
  2. ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভার অনুমতি দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details