পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Chakraborty on Education: তৃণমূল জমানায় বাংলায় ব্রাত্য শিক্ষা ! তোপ সুজনের - সুজন চক্রবর্তী

রাজ্যের শিক্ষা পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty on Education) ৷ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরলেন বেহাল শিক্ষাব্যবস্থার নানা কারণ ৷

Sujan Chakraborty slams West Bengal Government for continuously deteriorating Education
সিপিএমের উপস্থাপনা

By

Published : Mar 4, 2023, 7:58 PM IST

রাজ্যকে তোপ সুজনের

কলকাতা, 4 মার্চ: তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে ব্রাত্য শিক্ষা ! 'তথ্যভাণ্ডার'-সহ এই অভিযোগ সামনে আনল পশ্চিমবঙ্গ সিপিএম ৷ শনিবার দলের রাজ্য দফতরে এই ইস্যুতে একটি সাংবাদিক সম্মেলন করেন পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী ৷ এই বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজ্যের বর্তমান শিক্ষা পরিস্থিতি তুলে ধরেন তিনি ৷ জানান, তাঁদের দলের প্রতিনিধিরা রাজ্যের নানা অংশে ঘুরে তথ্যভাণ্ডার তৈরি করেছেন ৷ সেই তথ্যই এদিন প্রকাশ করেন সুজন (Sujan Chakraborty on Education) ৷

সিপিএমের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যে স্কুল, কলেজের সংখ্য়া বাড়ে ৷ ফলে শিক্ষার হারও বাড়ে ৷ এমনকী, সুন্দরবন, জঙ্গলমহল, উত্তরবঙ্গের বহু প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রী তার সুফল লাভ করেন ৷ কিন্তু, বর্তমানে একেবারে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে ৷ স্কুলগুলিতে স্কুলছুটের সংখ্যা বাড়ছে ৷ নাবালিকা বিবাহের ঘটনা সামনে আসছে ৷ পড়ুয়ার অভাবে ধুঁকছে একের পর এক সরকারি স্কুল ! এদিন সুজন দাবি করেন, বাংলায় শিক্ষার যে অগ্রগতি বামফ্রন্ট সরকার ঘটিয়েছিল, তা ডুবতে বসেছে ! কার্যত ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যে শিক্ষাব্যবস্থা ৷ দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকারি শিক্ষা পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন সুজন ৷

এদিন সিপিএমের এই প্রথম সারির নেতা বলেন, "উদ্বেগের কারণেই এই বৈঠক ৷ অভাবনীয়ভাবে বাংলায় মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে ৷ এবছর 4 লক্ষ পরীক্ষার্থী কমেছে ! অর্থাৎ প্রায় 40 শতাংশ পরীক্ষার্থী কমেছে ! এই ক্ষতিপূরণ করা খুব কঠিন ৷ সরকার এখন নানা কারণ দেখাচ্ছে ৷ যার সবটাই ভুল ৷ আমাদের পড়শি রাজ্য বিহার, ওডিশায় শিক্ষার্থী বাড়ছে ৷ কিন্তু, আমাদের এখানে কমছে ! ভারতে এর আগে কখনও এমনটা কমেনি ৷ একসঙ্গে 7 হাজার স্কুল বন্ধ ! আরও 8 হাজার 207টি স্কুল বন্ধ হতে চলেছে ! স্কুল, কলেজ এখন রাজনৈতিক দাপট দেখানোর জায়গা হয়ে গিয়েছে !"

আরও পড়ুন:'রাজ্যের চক্রান্তে' বন্ধ হওয়ার মুখে হাজার হাজার সরকারি স্কুল ! প্রতিবাদে ছাত্র ধর্মঘট ডিএসওর

এদিন বেশ কিছু তথ্য তুলে ধরেন সুজন ৷ জানান, বামফ্রন্ট ক্ষমতায় আসার আগে রাজ্যে 40 হাজার স্কুল ছিল ৷ বামফ্রন্ট আমলে তা বেড়ে হয় 74 হাজার ৷ এখন সেই সংখ্যাটা 60 হাজার ! 1977 সালে বাংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 লক্ষ 1 হাজর 605 ৷ বামফ্রন্ট আমলে তা বেড়ে হয়, 10 লক্ষ 50 হাজার 125 ৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তা কমে হয়েছে 6 লক্ষ 98 হাজার ! রাজ্যজুড়ে প্রায় 3 লক্ষ 50 হাজার শিক্ষকপদ খালি রয়েছে ৷ 8 হাজার 207টি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে ৷ সুজনের বক্তব্য, এই পরিস্থিতির বদল ঘটাতেই হবে ৷ সরকারি স্কুলের বেহাল দশা এবং পড়ুয়া কমার কারণ জানতে সমীক্ষা করা হবে ৷ সেই সমীক্ষা রিপোর্ট অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details