কলকাতা, 22 মার্চ: অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের পশুপ্রেমের কথা সবাই জানে। মনটা আজ ভালো নেই তাঁর। প্রাণের থেকেও বেশি প্রিয় ভানুভূষণের জন্মদিন আজ। কিন্তু সে তো আর নেই পৃথিবীতে! তাই রাত বারোটার পর সোশাল মিডিয়ায় একটি পোস্টে (A Sweet Note on Her Pets Birthday) সুদীপা লিখেছেন, "সারাদিন অনেক কাজে ভুলে থাকার ভান করেও লাভ হল না-কোনও। এই প্রথমবার তোমার জন্মদিনে, আমার কোলে বসে তুমি কেক খেলে না। তোমার মতো না কেউ কোনওদিন ছিল, না হবে। ইউ আর দ্য বেস্ট। অলওয়েজ দ্য বেস্ট ৷ হ্যাপ্পি বার্থ ডে, হ্যান্ডসাম। মাম্মি লাভস ইউ দ্য মোস্ট।"
উল্লেখ্য, সুদীপার প্রাণপ্রিয় সারমেয় ভানুভূষণ চট্টোপাধ্যায় নামে রয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্ট। যেখানে এই পোস্ট দিয়েছেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা। সেখানে ভানুভূষণকে নিয়ে অসংখ্য আবেগঘন ছবি রয়েছে সুদীপা এবং তাঁর স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ৷ ভানুভূষণকে আলাদা করে চেনার জন্য অগ্নিদেব সুদীপাকে তার গলায় লাল রঙের বেল্ট বেঁধে দিতে বলেছিলেন। অন্য সকলের গলায় ছিল কালো বেল্ট। সুতরাং ভানুভূষণের প্রতি চাটুজ্যে দম্পতির ভালোবাসা কতখানি তীব্র ছিল তা বলাই বাহুল্য।
ভানুভূষণকে মিস করছেন সুদীপা চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে ভানুভূষণকে নিয়ে সুইমিং পুলে স্নান করার ছবিও রয়েছে সুদীপার। একইসঙ্গে ভানুভূষণের নানা মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রেখেছেন সুদীপা। এর পাশাপাশি এবছর ভ্যালেন্টাইন্স ডে তেও ভানুভূষণকে মিস করার কথা জানিয়ে তার উদ্দেশ্যে ভালোবাসার বার্তা লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপার আরও একটি পোষ্য সারমেয় রয়েছে। সেটি বক্সার প্রজাতির। তবে ভানুর ছবি, ভিডিয়োই বেশি দেখা যায় সুদীপার সোশাল মিডিয়ায় ৷
আবেগঘন ছবি রয়েছে সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আরও পড়ুন:চোখে জল ভক্তদের, চলে গেল সুশান্তের প্রিয় পোষ্য ফাজও
উল্লেখ্য, গত বছর জুন মাসে পোষ্য ভানুভূষণ সুদীপাকে ছেড়ে চলে যায় ৷ ভানু চলে যাওয়ার পর অবসাদ গ্রাস করেছিল সুদীপাকে। শূন্যস্থান পূরণ করা কি এত সহজ? তবুও সুদীপার মন একটু ভালো করার জন্য তাঁদের জীবনে এসেছে ভান্টু। তবু এখনও প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এখনও ভানুকেই মনে পড়ে সুদীপার। গ্রেট ডেন প্রজাতির সারমেয় ভানু একদম ছোট্ট থেকে চট্টোপাধ্যায় পরিবারে বড় হয়ে উঠেছিল। তাই সবার নয়নের মণি হয়ে উঠেছিল সে।