পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্ত সংকট মেটাতে ভ্রাম্যমাণ শিবিরের উদ্যোগ রাজ্যের, পথে নামছে অত্যাধুনিক 10টি বাস - রক্তদান শিবির

গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট থাকে । তার উপর লকডাউন । যার জেরে রক্তের সংকট ক্রমশ বাড়ছে । এই সমস্যা সমাধানের জন্য নবান্নের তরফে বাসের মধ্যে ভ্রাম্যমাণ রক্তদান শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই সূত্রেই রাজ্যে নামতে চলেছে 10 টি অত্যাধুনিক বাস ।

Kolkata
কলকাতা

By

Published : May 8, 2020, 10:41 PM IST

Updated : May 10, 2020, 7:19 PM IST

কলকাতা , 8 মে : লকডাউনে রাজ্যজুড়ে রক্ত সংকট । ব্লাড ব্যাঙ্কগুলিতে মিলছে না প্রয়োজনীয় গ্রুপের রক্ত । আবার ভিড় করে রক্তদান শিবিরের অনুমতিও দেওয়া যাচ্ছে না । ফলে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া রোগীরাও । এবার সেই সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে নবান্ন । ঠিক হয়েছে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করা হবে । সেই সূত্রেই রাজ্যে নামতে চলেছে 10 টি অত্যাধুনিক বাস । যেগুলির মাধ্যমে কলকাতা এবং জেলায় ছোটো ছোটো রক্তদান শিবির হবে ।

গ্রীষ্মকালে এমনিতেই রক্তের সংকট থাকে । তার উপর লকডাউন । যার জেরে রক্তের সংকট ক্রমশ বাড়ছে । এই সমস্যা সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের রক্তদান শিবির করার নির্দেশ দিয়েছিলেন ৷ নির্দেশ মতো একমাস ধরে রক্তদান শিবির করে পুলিশ । সংকটের সময় পুলিশ কর্মীদের রক্তেই চাহিদা মেটানোর চেষ্টা করা হয়েছে । কিন্তু 30 এপ্রিল থেকে পুলিশের এই রক্তদান শিবির বন্ধ হয়ে যায় । ইতিমধ্যেই রাজ্য সরকার লকডাউনের বিধি নিষেধ মেনে সর্বাধিক 30 জনের রক্তদান শিবিরের অনুমতি দিয়েছে । কিন্তু সেভাবে শিবির হচ্ছে না । ফলে রক্তের সংকট থেকেই যাচ্ছে । এই সময়ে নবান্নের তরফে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্য সরকারের নিজের তহবিল থেকে বরাদ্দ হয় সাড়ে পাঁচ কোটি টাকা । এই টাকায় দশটি বাস প্রস্তুত করা হচ্ছে । ইতিমধ্যেই দুটি বাস তৈরি হয়ে গেছে ৷ এমনকী , দুটি বাসেই শিবির শুরু হয়ে গেছে । সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি বাসে 4 জন করে একসঙ্গে রক্ত দিতে পারবেন ।

এ প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ” রাজ্য সরকারের নিজের ফান্ডে বাসগুলি তৈরি করে পথে নামানো হচ্ছে । ইতিমধ্যেই দুটি তৈরি হয়ে কাজ শুরু করে দিয়েছে । এক একটি বাসের মূল্য 55 লাখ । এই বাসগুলি কিছু জেলায় এবং কিছু কলকাতায় প্রয়োজন অনুযায়ী কাজ করবে । কেউ শিবির করতে চাইলে প্রয়োজনের ভিত্তিতে এই বাসগুলি পাঠানো হবে ।"

পথে নামছে অত্যাধুনিক 10টি বাস
Last Updated : May 10, 2020, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details