পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলতি বছরেই নতুন আইসিইউ পেতে চলেছে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ড - আইসিইউ

SSKM Woodburn Ward: ভিআইপি-দের চিকিৎসার জন্য বিখ্যাত উডবার্ন ওয়ার্ড আগেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল ৷ এবার সেই ওয়ার্ড তৈরি হচ্ছে আইসিইউ ৷ সেখানে তিনটি বেড থাকবে ৷ চলতি বছরেই আইসিইউ চালু করতে তৎপর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ৷

SSKM Hospital Woodburn Ward
SSKM Hospital Woodburn Ward

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 7:15 PM IST

Updated : Nov 17, 2023, 11:05 PM IST

কলকাতা, 17 নভেম্বর: এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড পেতে চলেছে একটি আইসিইউ । জানা গিয়েছে, চলতি বছরেই এই আইসিইউ তৈরি হয়ে যেতে পারে । উডবার্ন ওয়ার্ডের তিনতলায় আইসিইউ তৈরি হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে । যাবতীয় ব্যবস্থাযুক্ত নতুন তিনটি বেড হচ্ছে সেখানে ।

ফলে ওই ওয়ার্ডে বেডের সংখ্যা বেড়ে হবে 38 । এখন উডবার্ন ওয়ার্ডে দৈনিক দু'হাজার টাকা ভাড়ার 12টি বেড, আড়াই হাজার টাকার 10টি বেড, চার হাজার টাকার 12টি বেড ও ভিভিআইপিদের জন্য সাড়ে 12 নম্বর কেবিন আছে । সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের চিকিৎসার জন্য এখানে আসার পর উডবার্ন ওয়ার্ডে দ্রুত আইসিইউ তৈরির নির্দেশ দেন । তখন স্বাস্থ্য দফতর থেকে জানিয়ে দেওয়া হয় যে দেড় মাসের মধ্যে আইসিইউ তৈরি করতে হবে । নতুন বছর পড়ার আগেই এই কাজ তাই সম্পন্ন করতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

এই ওয়ার্ডে আইসিইউ না থাকায় কোনও রোগী বিপদে পড়লে চিকিৎসকদের আসতে অনেক সময় লেগে যায় । অন্যান্য ব্লকগুলি উডবার্ন থেকে বেশ দূরে । সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডে জরুরি চিকিৎসা হয় না, এই কথা ছড়িয়ে গিয়েছে লোকমুখে । সেই তকমা ঘোচাতেই এবার উঠে পড়ে লেগেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

উডবার্ন ওয়ার্ডের কেবিনগুলি ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য । তারপর থেকে ভালোই ভিড় বেড়েছে । যাঁরা সচরাচর বেসরকারি হাসপাতালে যেতেন, তাঁরাও এখন এসএসকেএম-এ চিকিৎসা করাতে আসছেন । উডবার্ন ওয়ার্ডের পুরনো অপারেশন থিয়েটার সংস্কার করার কাজও চলছে ।

জানা গিয়েছে, অপারেশ থিয়েটারের ঠিক পাশেই হচ্ছে তিন শয্যার এই আইসিইউ । হাসপাতাল সূত্রে খবর, উডবার্নের কাছেই 200 শয্যার বাজেট হাসপাতাল তৈরির কাজ চলছে । একদিকে আইসিইউ এবং পুরনো অপারেশন থিয়েটারকে সংস্কার করে একেবারে ঝাঁ চকচকে করে তোলা- দু’টি কাজই একসঙ্গে করার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

এসএসকেএম হাসপাতালে সবথেকে আধুনিক এই উডবার্ন ওয়ার্ড । রাজ্যের নেতা, মন্ত্রীরা এখানেই চিকিৎসা করান । সেখানে এবার আইসিইউ পরিষেবা যুক্ত হলে সাধারণ মানুষ যে অনেকটাই সুবিধা পাবেন তাতে কোনও সন্দেহ নেই ।

আরও পড়ুন:

  1. এসএসকেএম হাসপাতালে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল একরত্তির
  2. হাত প্রতিস্থাপনের বিরল সাফল্য, এসএসকেএমের চিকিৎসকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
  3. মুখ্যমন্ত্রী ভর্তি ছিলেন সাড়ে বারো নম্বর কেবিনে, কেন এমন নাম ? কী বিশেষত্ব ? কারা থেকেছেন ?
Last Updated : Nov 17, 2023, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details