কলকাতা, 17 নভেম্বর: এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড পেতে চলেছে একটি আইসিইউ । জানা গিয়েছে, চলতি বছরেই এই আইসিইউ তৈরি হয়ে যেতে পারে । উডবার্ন ওয়ার্ডের তিনতলায় আইসিইউ তৈরি হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে । যাবতীয় ব্যবস্থাযুক্ত নতুন তিনটি বেড হচ্ছে সেখানে ।
ফলে ওই ওয়ার্ডে বেডের সংখ্যা বেড়ে হবে 38 । এখন উডবার্ন ওয়ার্ডে দৈনিক দু'হাজার টাকা ভাড়ার 12টি বেড, আড়াই হাজার টাকার 10টি বেড, চার হাজার টাকার 12টি বেড ও ভিভিআইপিদের জন্য সাড়ে 12 নম্বর কেবিন আছে । সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের চিকিৎসার জন্য এখানে আসার পর উডবার্ন ওয়ার্ডে দ্রুত আইসিইউ তৈরির নির্দেশ দেন । তখন স্বাস্থ্য দফতর থেকে জানিয়ে দেওয়া হয় যে দেড় মাসের মধ্যে আইসিইউ তৈরি করতে হবে । নতুন বছর পড়ার আগেই এই কাজ তাই সম্পন্ন করতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
এই ওয়ার্ডে আইসিইউ না থাকায় কোনও রোগী বিপদে পড়লে চিকিৎসকদের আসতে অনেক সময় লেগে যায় । অন্যান্য ব্লকগুলি উডবার্ন থেকে বেশ দূরে । সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডে জরুরি চিকিৎসা হয় না, এই কথা ছড়িয়ে গিয়েছে লোকমুখে । সেই তকমা ঘোচাতেই এবার উঠে পড়ে লেগেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।