কলকাতা, ১ মার্চ : "ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরি দিতে হবে। যতদিন না চাকরি দেওয়া হবে, ততদিন আমরা এখানে বসে থাকব, মরব।" রাজ্য সরকারকেহুঁশিয়ারি দিয়ে মন্তব্য এক চাকরি প্রার্থীর।
"চাকরি না পেলে আমরা এখানেই মরব" - recruitment
SSC-র ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরি দিতে হবে। যতদিন না চাকরি দেওয়া হবে, ততদিন আমরা এখানে বসে থাকব, মরব।" রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য এক চাকরি প্রার্থীর।
এক চাকরি প্রার্থী বলেন, স্কুল সার্ভিস কমিশন বলেছিল গেজেট অনুযায়ী পরীক্ষা হবে এবং নিয়োগ হবে। কিন্তু, তাঁর অভিযোগ, রেজ়াল্ট বেরোনোর পর দেখা য়ায় গেজেটে উল্লেখিত প্রত্যেকটা নিয়ম লঙ্ঘন করে নিয়োগ চলছে। শূন্যপদ থাকা সত্ত্বেও অনেকেকেই রাখা হয়েছে ওয়েটিং লিস্টে।
চাকরির দাবিতে গতকাল দুপুরে প্রেস ক্লাবের কাছে অবস্থান বিক্ষোভে বসেন প্রায় ১০০ জন SSC চাকরিপ্রার্থী। গতকাল থেকে এখনও পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, ওয়েটিং-এ থাকা প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। না হলে চাকরি না দেওয়া পর্যন্ত এখানেই তাঁরা বসে থাকবেন এবং এখানেই মরবেন।