একসঙ্গে বাইশ গজে খেলে স্বপ্নপূরণ তরুণ ক্রিকেটার সোমার কলকাতা, 27 ফেব্রুয়ারি: স্বপ্ন ছড়িয়ে গেলেন রণবীর কাপুর। এসেছিলেন নতুন ছবির প্রচারে। সিনে জগতের প্রতিনিধি হলেও রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে কামাল করলেন বলি সুপারস্টার ৷ ক্রিকেটের নন্দনকাননে আরও একবার মিশে গেল সিনেমা এবং বিনোদন। রবিবার ইডেনে এই সৌরভ গঙ্গোপাধ্যায়-রণবীর কাপুর মহাযজ্ঞের সাক্ষী ছিলেন বেশ কিছু খুদে ক্রিকেটার ৷ যারা এদিন ইপ্সিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার কড়ি কুড়িয়ে নিল, সন্দেহ নেই।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রণবীর কাপুরের প্রীতি ম্যাচ। নিতান্তই খেলা খেলা আবহ। তৈরি চিত্রনাট্যে দুই তারকা পা গলালেন। রণবীরের বাপি বাড়ি যা ক্লাব হাউজের লোয়ার টায়ারে আছড়ে পড়ল দু'বার। আবার সৌরভ ব্যাটে ফেরালেন তাঁর কভার ড্রাইভ। সমস্ত চিত্রনাট্যে অংশ নিতে উপস্থিত ছিল দশজন মহিলা ক্রিকেটার। মহিলা না-বলে তাদের মেয়ে বলাটাই বাঞ্ছনীয় ৷ ওরা ফিল্ডিং করল। দ্রুত বল কুড়িয়ে ফিরিয়ে দিল কখনও সৌরভ কখনও রণবীরের হাতে। সৌরভ নয় খেলাধুলোর লোক। কিন্তু রণবীর? আদ্যান্ত সিনেমার পরিবার থেকে উঠে আসা তরুণ দেখালেন যে পর্দায় অভিনয় করেও তিনি বাস্তবে খেলার মাঠেও যথেষ্ট পারদর্শী।
তাঁর ছক্কা দেখে সৌরভও বললেন গায়ে জোর আছে রণবীরের। আর এখান থেকেই স্বপ্ন দেখার শুরু। যেমন, সোমা খাতুন। বাড়ি বর্ধমানের কাটোয়া। মধ্য কলকাতার গোয়াবাগানের একটি ক্যাম্পে ক্রিকেট শেখে। সপ্তাহে তিনদিন কলকাতায় আসতে হয় ক্রিকেট কোচিংয়ে যোগ দিতে। শুক্রবার রাতে কিছুটা অপ্রত্যাশিতভাবে জানতে পারে ম্যাচ খেলতে হবে ইডেনে। আর সেটা রণবীর কাপুর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। প্রথমে বিশ্বাস করতে পারেনি। পরে বাবার সঙ্গে ইডেনে পৌঁছে ধাতস্থ হয় একাদশ শ্রেণির ছাত্রী। ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়ার ইচ্ছে। হতে চায় স্মৃতি মন্ধনার মতো ক্রিকেটার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের ভক্ত সে।
আরও পড়ুন: বায়োপিকে অভিনয় করছেন না, তবু রবিবাসরীয় ইডেনে 'সৌরভ' ছড়ালেন রণবীর
তাঁর পুরানো খেলা ইউটিউবে দেখে। রবিবার দুপুরে সৌরভকে সামনে দেখে কিছুটা মোহাবিষ্ট হয়ে গিয়েছিল। বাড়তি পাওনা হিসেবে রণবীর কাপুর। বলিউড অভিনেতা যখন ব্যাট করছিলেন তখন ফিল্ডিং করছিল সোমা। তবে সেলুলয়েডে রণবীরের ছবি বিশেষ দেখা হয়নি। সেদিক থেকে সোমার কাছে সৌরভই স্বপ্নের নায়ক। "কি বলব বলুন তো। পুরোটাই কেমন ঘোরের মত লাগছে। ভবিষ্যতে ইডেনে খেলার স্বপ্ন রয়েছে। তার আগে দু'জন প্রিয় মানুষের সামনে ইডেনে দেওয়ার সুযোগ সত্যিই স্বপ্নপূরণ মনে হচ্ছে ৷" বিস্ময় জড়ানো গলায় বলল সোমা। বাবা ব্যবসায়ী। বাবাই মেয়েকে খেলায় উৎসাহ দেন। সৌরভ ও রণবীর কাপুরের সঙ্গে ক্রিকেটীয় অভিজ্ঞতা সঙ্গী করে সোমা ইডেন ছাড়ল আরও বড় মঞ্চে ক্রিকেট খেলার স্বপ্নকে সঙ্গী করে।