মহালয়ার দিন সূর্যগ্রহণের কোনও বিশেষ তাৎপর্য নেই কলকাতা, 19 অগস্ট: মহালয়াই কার্যত দুর্গোৎসবের সূচনা লগ্ন হয়ে দাঁড়িয়েছে বাঙালির কাছে ৷ এই দিনটি মূলত পিতৃ পুরুষকে তর্পণের দিন হলেও ভোরবেলায় রেডিও-য় মহিষাসুরমর্দিনী ঘোষণা করে বাঙালি শ্রেষ্ঠ উৎসবের ৷ সেই মহালয়ার দিনই এবার সূর্যগ্রহণ ৷ যা নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছে ৷ মহালয়ায় সূর্যগ্রহণের কি বিশেষ কোনও তাৎপর্য আছে ? বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, মহালয়ার দিন সূর্যগ্রহণ নেহাতই সমাপতন ৷
এবার মহালয়া আগামী 14 অক্টোবর ৷ বাংলা ক্যালেন্ডারের হিসেবে আগামী 26 আশ্বিন ৷ তার সাতদিন পরই সপ্তমী ৷ বাঙালির ঠাকুরদেখা শুরু ৷ যদিও এখন বড় বড় পুজোগুলি অনেক আগেই উদ্বোধন হয়ে যায় ৷ ফলে মহালয়া থেকেই কার্যত প্যান্ডেল হপিং শুরু করে দেয় বাঙালি ৷ ফলে পুজোর প্রস্তুতি এখন চলছে জোরকদমে ৷
ঠিক এই পরিস্থিতিতেই জানা গেল যে মহালয়ার দিনই আবার রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ ৷ গত একশো বছরে যা কখনও হয়নি ৷ যদিও কলকাতা বা ভারত থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব নয় ৷ রাত 8টা 34 মিনিট থেকে রাত 2 টো 25 মিনিট সূর্যগ্রহণ পর্যন্ত চলবে । বলয় গ্রাস হওয়ায় সূর্যের বেশিরভাগটাই দেখা যাবে । তবে শুধুমাত্র উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমের কিছু অংশ থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে ।
সূর্যগ্রহণ বোঝাচ্ছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের টেকনিক্যাল অফিসার তরুণ দাস হোক না রাতে ! তবুও তো মহালয়ার দিনই সূর্যগ্রহণ ৷ তাহলে কি এর আলাদা কোনও প্রভাব থাকবে ? বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের টেকনিক্যাল অফিসার তরুণ দাস অবশ্য মহালয়ার দিন সূর্যগ্রহণ হওয়ায় আলাদা কোনও প্রভাব পড়ার কথা উড়িয়ে দিয়েছেন ৷
তিনি বলেন, ‘‘এটা জ্যোতির্বিজ্ঞানের খুব স্বাভাবিক ঘটনা । প্রাকৃতিক ঘটনা । আর মহালয়া একটি ধার্মিক ব্যাপার । মহালয়ার তর্পণ হয় ভোরে । আর সূর্যগ্রহণ হবে 14 অক্টোবর রাতে । ইতিমধ্যেই মহালয়ার দিন সূর্যগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের চর্চা শুরু হয়েছে । আদতে কিন্তু তা রোজকার জীবনে বা তর্পণের উপর কোনও প্রভাব ফেলবে না ।"
তরুণ দাসের সঙ্গে একই মত পোষণ করেছেন জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারিও ৷ তিনি বলেন, "মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের কোনও বৈজ্ঞানিক সম্পর্ক নেই । একটি ধর্মীয় আচরণ৷ আর অন্যটি একটি মহাজাগতিক ঘটনা ।"
সূর্যগ্রহণ বোঝাচ্ছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের টেকনিক্যাল অফিসার তরুণ দাস প্রসঙ্গত, এই বছরে দু’টি সূর্যগ্রহণ এবং দু’টি চন্দ্রগ্রহণ হওয়ার কথা । প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল এপ্রিল মাসের 20 তারিখে । আর দ্বিতীয়টি হবে আগামী 14 অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন । দু’টি চন্দ্র গ্রহণের মধ্যে প্রথমটি হয়েছিল মে মাসের 5 তারিখে । পরেরটি 29 অক্টোবর হওয়ার কথা ।
অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের সঙ্গে পুরোপুরি সহমত নন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ ড. জয়ন্ত কুশারী ৷ তিনি বলেন, "যদি এই সূর্যগ্রহণ আমাদের দেশ বা বাংলা থেকে দেখা যেত, তাহলে তার প্রভাব অস্বীকার করা যেত না । তবে যদি এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হতো, তাহলে মহালয়া তিথিতে যে তর্পণ বা ভোজ্যদান বা শ্রাদ্ধ-সহ যে আচার পালন করা হয়, সেগুলি করা যেত না । সূর্যগ্রহণ শেষ হওয়ার পর করা যেত । কিন্তু এই ক্ষেত্রে সেই প্রশ্ন আসছেই না ।"
আরও পড়ুন:বিরল হাইব্রিড সূর্যগ্রহণ, চলতি বছরের প্রথম এই গ্রহণ 100 বছরে কয়েকবার ঘটে