কলকাতা, 6 জানুয়ারি:সিবিআই (CBI) ও স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) গাফিলতির জেরে তাঁদের সামাজিক সম্মানহানি হচ্ছে ৷ স্রেফ ভুল বোঝাবুঝির কারণে 10 জন শিক্ষককে তাঁদের কর্মক্ষেত্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ! এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আলাদা মামলা করলেন 15 জন ৷ এঁদের মধ্যে 10 জন ইতিমধ্যেই শিক্ষক পদে চাকরি করছেন ৷ আর বাকি পাঁচজনের নাম রয়েছে সংশ্লিষ্ট মেধাতালিকার উপরের দিকে ৷ সিবিআই ও এসএসসি-র (SSC) ভুলে তাঁদের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতির (Teacher Recruitment Scam) আওতাতেই নবম ও দশম শ্রেণির নিয়োগে ওএমআর শিট বিকৃত (OMR Sheet Manipulation) করার ঘটনা সামনে এসেছে ৷ তার জেরে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি তালিকা প্রকাশ করে এসএসসি ৷ তাদের দাবি, ওই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সকলেই ওএমআর শিট কারচুপি করিয়ে চাকরি পেয়েছেন ৷ আর এখানেই বেঁধেছে নতুন গোল ! সংশ্লিষ্ট তালিকায় এমন 15 জনের নাম পাওয়া গিয়েছে, যাঁদের প্রাপ্ত নম্বর পরবর্তীতে 1 বেড়েছিল ৷ কিন্তু, সেই নম্বর বৃদ্ধিতে কোনও কারচুপি ছিল না ৷ বস্তুত, আদালতের নির্দেশেই বাড়ানো হয়েছিল ওই 1 নম্বর ৷ 2018 সালে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছিল ৷ সেই নম্বর বৃদ্ধির কারণেই ওই 15 জনের চাকরি পাওয়ার পথ প্রশস্ত হয় ৷ কিন্তু, তাঁদের নাম ওএমআর শিট কারচুপি তালিকায় উঠে যাওয়ায় ঘোর বিপাকে পড়েছেন ওই 15 জন ৷