কলকাতা, 4 এপ্রিল : ব্রিগেডে গতকাল নির্বাচনী জনসভা করেছেন নরেন্দ্র মোদি। বিরোধীদের লক্ষ্য করে আক্রমণ শানিয়েছেন তিনি। কিন্তু, মঞ্চ থেকে নামতেই দেখা গেল অন্য ছবি। পুরোটাই চলে গেল BJP কার্যকর্তাদের দখলে। নরেন্দ্র মোদিকে যে মালা পড়ানো হয়েছিল, সেই মালা নিয়ে চলল সেলফি তোলার হিড়িক।
ধরা-ছোঁয়ার বাইরে মোদি, মালা নিয়েই দেদার সেলফি - kolkata rally
ব্রিগেডের মঞ্চে মোদি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে বসেই সেলফি তুললেন কার্যকর্তারা। মঞ্চের পিছনে LCD স্ক্রিনে মোদির ছবির পাশে দাঁড়িয়ে সেলফি তুললেন অনেকে।
প্রধানমন্ত্রী সভায় পৌঁছাতেই দূর থেকে তাঁর ছবি ক্যামেরাবন্দী করেছিলেন কার্যকর্তারা। কিন্তু, বেলা বাড়তেই দেখা গেল অন্য ছবি। মোদি যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে বসেই সেলফি তুললেন অনেকে। মঞ্চের পিছনে LCD স্ক্রিনে মোদির ছবির পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা গেল তাঁদের।
নদিয়া থেকে ব্রিগেডের জনসভায় যোগ দিতে আসা এক কার্যকর্তা তন্ময় রায় বলেন, "মোদিজিকে স্টেজে দূর থেকে হলেও দেখার প্রথম সুযোগ পেয়েছি। তাই তাঁকে যে মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই মালা পরে একটা সেলফি তুললাম। এটা আমার কাছে এটা একটি স্মৃতি হয়ে থাকবে।"