কলকাতা, 9 অক্টোবর: বুধবার সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ । মঙ্গলবার রাত থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । বুধবার সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া আফিস জানিয়েছে, রাজ্যের উত্তর দিকে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা এখন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে ৷ এছাড়া ওড়িশার উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বৃহস্পতিবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ,নদীয়া, বীরভুম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাকুড়া, হাওড়া এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ।