নয়াদিল্লি, 19 মে: রামনবমী নিয়ে গোলমালের ঘটনায় এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার ৷ শুক্রবার সেই আবেদনের ভিত্তিতে এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট ৷
এ দিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসীমা ও কে ভি বিশ্বনাথনের বেঞ্চে ওই মামলার শুনানি হয় ৷ সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল ৷ কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ আদালত জানিয়েছে, গ্রীষ্মাবকাশের পর এই মামলার পরবর্তী শুনানি হবে ৷
এই বছর রামনবমীতে হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ায় ব্য়াপক গোলমাল হয় ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুু অধিকারী ৷ তিনি এনআইএ তদন্তের দাবিতে ওই মামলা দায়ের করেন ৷ সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ আদালতের নির্দেশের পর তদন্তের কাজ শুরুও করেছেন সন্ত্রাসবাদ দমনকারী এই তদন্তকারী সংস্থা ৷ ইতিমধ্যে অভিযোগও দায়ের করা হয়েছে এনআইএ-র তরফে ৷
এ দিন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করেন রাজ্যসভার সাংসদ কংগ্রেসের অভিষেক মনুসিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ ৷ তাঁদের দাবি, আদালত চন্দননগরের একটি ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে আদালত ৷ বাকি পাঁচটি অভিযোগের ক্ষেত্রে রাজ্য পুলিশ তদন্ত করতে পারে আদালত নির্দেশ দিতে ৷