পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে বাংলায় কি কোনও দল থাকতে পারবে না, প্রশ্ন ABVP-র - bjp

"SSC চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে অনশন করছিলেন । তখন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করার জন্য ২৭ দিন সময় নিয়ে ছিলেন । কিন্তু, রাজীব কুমার বা তাঁর দলের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে সেটির সমাধান করতে তিনি ২৭ মিনিটও সময় নেন না ।" একথা বললেন ABVP-এর রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার ।

সপ্তর্ষি সরকার

By

Published : May 17, 2019, 1:13 PM IST

কলকাতা, 17 মে : "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা পূর্ব পরিকল্পিত । মুখ্যমন্ত্রীর আচরণ দেখে সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে।" গতকাল মানিকতলায় সদর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একথা বললেন ABVP ( অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ )-এর রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার ।

SSC-র চাকরিপ্রার্থীদের অনশন প্রসঙ্গে সপ্তর্ষি বলেন, "SSC চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে অনশন করছিলেন । মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করার জন্য ২৭ দিন সময় নিয়েছিলেন । কিন্তু, রাজীব কুমার বা তাঁর দলের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে সেটির সমাধান করতে তিনি ২৭ মিনিটও সময় নেন না । পশ্চিমবঙ্গে যে কোনও ঘটনার দায়ভার উনি বিনা প্রমাণে RSS ও ABVP-এর উপর চাপিয়ে দেন ।"

মূর্তি ভাঙার ঘটনা সম্পর্কে সপ্তর্ষি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভাঙাটা পশ্চিমবঙ্গের ইতিহাসের একটি কালো দিন । ওই দিন মিছিলে আক্রমণ করার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল । মিছিলটি কীভাবে আটকানো যায় তার চেষ্টা চলছিল । প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয় ও পরে বিদ্যাসাগর কলেজ থেকে একটি মিছিলের উপর ইট-জলের বোতল, পাথর ছোড়া হয় । এই ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস যুক্ত ।"

সেদিনের ঘটনায় CCTV ফুটেজ নিয়েও প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন সপ্তর্ষি । বলেন, "CCTV ফুটেজ এখনও সামনে আসেনি । CCTV ফুটেজ সামনে নিয়ে আসার দাবি করছি আমরা । এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন । সেদিন রোড-শোতে কেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি ? অমিত শাহের মিছিল চলাকালীন যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কালো পতাকা দেখাচ্ছিল তাদের বিরুদ্ধে প্রাশাসন কোনও ব্যবস্থা নেয়নি । কিন্তু, চন্দ্রকোনায় মুখ্যমন্ত্রীর সামনে যারা জয়শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন তাঁদের গ্রেপ্তার করা হল । মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে বাংলায় কি কোনও দল থাকতে পারবে না ? বাংলায় হিটলার মুখ্যমন্ত্রীর শাসন চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details