কলকাতা, 26 মে : আমফান পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ, ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, দমকল, CESC, WBSEB-র পাশাপাশি রাজ্যে কাজ করছে ভারতীয় সেনা । শনিবার কলকাতায় কাজ শুরু করতেই তাদের প্রশংসা করেন রাজ্যপাল । প্রায় প্রতিদিনই জওয়ানদের কাজের নানা ভিডিয়ো সামনে এনে স্যালিউট জানান । আজ ফের একটি টুইটে সেনাবাহিনীর জওয়ানদের স্যালিউট জানিয়ে লেখেন, "যে কোনও সংকটে বা ত্রাণকাজে, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সবসময় সামনের সারিতে দাঁড়িয়ে লড়েন । কলকাতায় যেভাবে কাজ করছেন তাঁরা তা দৃষ্টান্তমূলক । ভারতীয় সেনাকে স্যালিউট জানাই ।"
আমফানে বিধ্বস্ত রাজ্যের একাধিক জায়গা । পরিস্থিতি স্বাভাবিক করতে দিন-রাত পুলিশ, NDRF, দমকলকর্মীরা কাজ করলেও সমস্যা মিটছে না । এখনও রাজ্যের বহু এলাকায় পানীয় জলের সরবরাহ নেই, নেই বিদ্যুৎ পরিষেবাও । গাছ পড়ে একাধিক রাস্তা অবরুদ্ধ । এই পরিস্থিতিতে শনিবার সেনা নামানোর আবেদন করে রাজ্য সরকার । ওইদিন বিকেলেই পাঁচ কলাম সেনা নামে রাজ্যে । কলকাতা থেকে শুরু হয় কাজ । দিন-রাত কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে তারা । কোরোনা ভয় উপেক্ষা করেই চলছে কাজ । এই পরিস্থিতিতে জওয়ানদের কাজের প্রশংসা করেছেন অনেকেই । সেনাবাহিনীর কাজের প্রশংসা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । আজ টুইটে তিনি লেখেন, "আমাদের সেনাবাহিনীর প্রতি সেলাম । সীমান্তে হোক বা যে কোনও সংকটে তারা সর্বদাই এগিয়ে এসে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করে । কলকাতায় তাদের দৃষ্টান্তমূলক কাজ মানুষের কাছ থেকে প্রশংসা কুড়োচ্ছে ।"