কলকাতা, 11 জানুয়ারি: অবশেষে রণে ভঙ্গ ! বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এলেন শাসকদল পক্ষের আইনজীবীরা ৷ বুধবার হাইকোর্ট বারের সম্পাদক বিশ্বব্রত বসু মৌলিক বলেন, "বারের সম্পাদক হিসেবে আশ্বস্ত করছি, এই এজলাসের সামনে আর কিছু হবে না ৷ তবে দু'পক্ষ না থাকলে সেই মামলায় কোনও রায় না দেওয়ার অনুরোধ জানাচ্ছি ৷"
বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, "আমার একটা অনুরোধ, আদালতের সম্মান নষ্ট করবেন না ৷" পাশাপাশি আর কোনও আদালতের সামনে যাতে এই রকম সমস্যা তৈরি করা না হয়, তা দেখার নির্দেশ দেন তিনি ৷ বুধবার আর বিচারপতির এজলাসের দরজা কেউ আটকাননি (Ruling Party Lawyers retreat from boycott of Justice Rajasekhar Mantha Bench) ৷ সব আইনজীবী এজলাসে ঢুকতে পারছেন ৷ বিশ্বব্রত বসু মল্লিক বিচারপতি রাজাশেখর মান্থার কাছে আবেদন করে বলেন, "সমস্যা সমাধানের চেষ্টা করছি ৷ আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে ৷ ততক্ষণ পর্যন্ত দু'পক্ষের উপস্থিতি ছাড়া আপনি কোনও নির্দেশিকা জারি করবেন না, এটা আপনার কাছে অনুরোধ ৷"