কলকাতা, 24 অগস্ট: শাসকদলের তকমা অনেক আগেই গিয়েছে, এখন প্রধান বিরোধী দলের স্থানও হাতছাড়া । ঘুরে দাঁড়াতে এবং জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জনে মরিয়া বামেরা যুব সম্প্রদায়কে উজ্জ্বীবিত করতে এ বার ভরসা রাখছে ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনায় ৷
আন্দোলন দুর্বল, ফলে বিরোধী শক্তি হিসেবে উঠে আসার পথ কঠিন । এই অবস্থায় যুব সম্প্রদায়ের হাতে ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি । কিন্তু সেই যুব সম্প্রদায় এখন বাম ঘেঁষা সে ভাবে নয় । কাকাবাবু মুজফফর আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান তরুণ সম্প্রদায়কে বিপুল সংখ্যায় পার্টি সদস্য হওয়ার আবেদনের কথা বলেছেন । তাঁদের মধ্যে থেকে সঠিক দলনিবেদিত প্রাণকে বেছে নেওয়ার কথা বলেছেন বিমান বসু । পাশাপাশি বর্তমান পার্টি সদস্যদের দৈনন্দিন ব্যস্ততা সামলে হলেও সামান্য সময় দেওয়ার কথা বলেছেন ।
তাঁর ভাবনার রেশ ধরে সিপিএম-এর ছাত্র সংগঠন যুব সম্প্রদায়কে টানতে দিয়াগো মারাদোনায় আস্থা রাখছে । নদিয়ার নবদ্বীপে 24 থেকে 26 সেপ্টেম্বর এসএফআই-এর রাজ্য সম্মেলন । বুয়েনস আয়ারস এবং নবদ্বীপের মধ্যে অদৃশ্য সেতু গড়বেন ফুটবলের রাজপুত্র । রাজ্য সম্মেলনে প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার নামে সম্মেলন কক্ষ করা হচ্ছে । সাধারণত প্রয়াত বাম নেতৃত্বের নামে এতদিন ধরে এই নামকরণ হয়েছে । প্রথমবার দিয়েগো মারাদোনার নামাঙ্কিত কক্ষ তৈরি হবে ।
আরও পড়ুন:By Election : দ্রুত উপনির্বাচনে আশাবাদী মমতা, লোকাল ট্রেন নিয়ে খোঁচা দিলীপের
সাম্প্রতিক সময়ে প্রয়াত বেশ কয়েকজন নামী ব্যক্তি, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, দানিশ সিদ্দিকী, জর্জ ফ্লয়েড, স্ট্যান স্বামী, ভারভারা রাওয়ের নামও এ বারের রাজ্য ছাত্র সম্মেলনে স্মরণ করা হবে । রাজ্য এসএফআই-এর সম্পাদক সৃজন ভট্টাচার্য বলছেন, "অরাজনৈতিক ব্যক্তিত্ব অথচ তাঁদেরও রাজনৈতিক মত রয়েছে, আমরা এ বারের রাজ্য সম্মেলনে এমন মানুষদের স্মরণ করব । কারণ তাঁদের কাজ আমাদের উদ্বুদ্ধ করে,অনুপ্রেরণা দেয় । সমাজে যে উগ্র ডানপন্থার করাল ছায়া নেমে এসেছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই মানুষগুলোর কাজ আমাদের উদ্বুদ্ধ করে । তাই তাঁদের স্মরণ করব ।"