পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maradona SFI : এসএফআই-এর সম্মেলনে সেতু গড়বেন মারাদোনা - দিয়েগো মারাদোনার খবর

এসএফআই-এর সম্মেলনে (SFI State Conference) যুব সম্প্রদায়ের সঙ্গে সেতু গড়তে দিয়েগো মারাদোনায় (Diego Maradona) ভরসা রাখছে বামেরা ৷ নবদ্বীপে এসএফআই-এর রাজ্য সম্মেলনে মারাদোনার নামে সম্মেলন কক্ষ হচ্ছে ৷

room named diego maradona will be there at nadia sfi state conference
এসএফআই-এর সম্মেলনে সেতু গড়বেন মারাদোনা

By

Published : Aug 24, 2021, 2:49 PM IST

Updated : Aug 24, 2021, 6:09 PM IST

কলকাতা, 24 অগস্ট: শাসকদলের তকমা অনেক আগেই গিয়েছে, এখন প্রধান বিরোধী দলের স্থানও হাতছাড়া । ঘুরে দাঁড়াতে এবং জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জনে মরিয়া বামেরা যুব সম্প্রদায়কে উজ্জ্বীবিত করতে এ বার ভরসা রাখছে ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনায় ৷

আন্দোলন দুর্বল, ফলে বিরোধী শক্তি হিসেবে উঠে আসার পথ কঠিন । এই অবস্থায় যুব সম্প্রদায়ের হাতে ঘুরে দাঁড়ানোর চাবিকাঠি । কিন্তু সেই যুব সম্প্রদায় এখন বাম ঘেঁষা সে ভাবে নয় । কাকাবাবু মুজফফর আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান তরুণ সম্প্রদায়কে বিপুল সংখ্যায় পার্টি সদস্য হওয়ার আবেদনের কথা বলেছেন । তাঁদের মধ্যে থেকে সঠিক দলনিবেদিত প্রাণকে বেছে নেওয়ার কথা বলেছেন বিমান বসু । পাশাপাশি বর্তমান পার্টি সদস্যদের দৈনন্দিন ব্যস্ততা সামলে হলেও সামান্য সময় দেওয়ার কথা বলেছেন ।

তাঁর ভাবনার রেশ ধরে সিপিএম-এর ছাত্র সংগঠন যুব সম্প্রদায়কে টানতে দিয়াগো মারাদোনায় আস্থা রাখছে । নদিয়ার নবদ্বীপে 24 থেকে 26 সেপ্টেম্বর এসএফআই-এর রাজ্য সম্মেলন । বুয়েনস আয়ারস এবং নবদ্বীপের মধ্যে অদৃশ্য সেতু গড়বেন ফুটবলের রাজপুত্র । রাজ্য সম্মেলনে প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার নামে সম্মেলন কক্ষ করা হচ্ছে । সাধারণত প্রয়াত বাম নেতৃত্বের নামে এতদিন ধরে এই নামকরণ হয়েছে । প্রথমবার দিয়েগো মারাদোনার নামাঙ্কিত কক্ষ তৈরি হবে ।

আরও পড়ুন:By Election : দ্রুত উপনির্বাচনে আশাবাদী মমতা, লোকাল ট্রেন নিয়ে খোঁচা দিলীপের

সাম্প্রতিক সময়ে প্রয়াত বেশ কয়েকজন নামী ব্যক্তি, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, দানিশ সিদ্দিকী, জর্জ ফ্লয়েড, স্ট্যান স্বামী, ভারভারা রাওয়ের নামও এ বারের রাজ্য ছাত্র সম্মেলনে স্মরণ করা হবে । রাজ্য এসএফআই-এর সম্পাদক সৃজন ভট্টাচার্য বলছেন, "অরাজনৈতিক ব্যক্তিত্ব অথচ তাঁদেরও রাজনৈতিক মত রয়েছে, আমরা এ বারের রাজ্য সম্মেলনে এমন মানুষদের স্মরণ করব । কারণ তাঁদের কাজ আমাদের উদ্বুদ্ধ করে,অনুপ্রেরণা দেয় । সমাজে যে উগ্র ডানপন্থার করাল ছায়া নেমে এসেছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই মানুষগুলোর কাজ আমাদের উদ্বুদ্ধ করে । তাই তাঁদের স্মরণ করব ।"

মুখোমুখি সৃজন ৷

আরও পড়ুন: Shahid Samman Yatra : পুলিশি বাধা কাটিয়ে নিহত কর্মীর বাড়িতে মন্ত্রী সুভাষ সরকার

কিন্তু দিয়েগো মারাদোনার মতো কিংবদন্তি ফুটবলারকে স্মরণ কেন প্রয়োজন হয়ে পড়েছে ? যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতেই কি এই পদক্ষেপ ? সৃজনের কথায়, "আপনি যা বলতে চাইছেন বা ইঙ্গিত করতে চাইছেন তা কিন্তু নয় । খেলার মাঠে মারাদোনার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও সন্দেহ নেই । কিন্তু মারাদোনা বলতে উচ্ছ্বাস বুঝি, তারুণ্যের উদ্দামতা বুঝি, প্রতিষ্ঠান বিরোধী লড়াকু মানসিকতা বুঝি । প্রতিষ্ঠান বিরোধী মনোভাব নিয়ে এগিয়ে চলার চেষ্টা, ভেঙেচুরে এগিয়ে চলার সাহস, প্রতিবাদী কণ্ঠস্বর গর্জে ওঠাকে কুর্নিশ করতেই আমাদের চেষ্টা বলতে পারেন ৷"

আরও পড়ুন:Taliban : পঞ্জশিরে খাবার-জ্বালানি প্রবেশে বাধা তালিবানের, বিপন্ন মানুষ ; টুইট আমরুল্লাহর

প্রায় একইসঙ্গে সৃজন যোগ করলেন, "দিয়েগো মারাদোনা-- ফুটবলার, সচেতন নাগরিক ৷ তাঁর কাজ আমাদের কাছে অনুপ্রেরণা । খেলার মাঠের বাইরে মারাদোনার সমাজ সচেতন সত্তা বারবার প্রমাণিত এবং তিনি তা নিজেই প্রমাণ করেছেন । যার ভিত্তিতে দাঁড়িয়ে কখনও ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারার সঙ্গে দেখা করেছেন । ফিদেল কাস্ত্রোর সঙ্গে তাঁর কার্যত পিতা-পুত্রের মতো সম্পর্ক ছিল । আমেরিকার সাম্রাজ্যবাদের বিরোধিতা বারংবার করেছেন । প্রগতি, গণতন্ত্রের পক্ষে বিশ্বজুড়ে বারবার দাঁড়িয়েছেন । এই রকম একজন মানুষ প্রয়াত, যিনি একজন ইয়ুথ আইকন । খেলার মাঠ এবং তার বাইরেও বৃহত্তর পরিসরে মারাদোনাকে উদযাপন করতেই সম্মেলন কক্ষ তাঁর নামে করেছি ।"

আরও পড়ুন :Kabul Evacuation : এয়ার লিফটের মাধ্যমে কাবুল থেকে বাড়ি ফিরলেন 10 পাহাড়বাসী

সাম্প্রতিক সময়ে রেড ভলান্টিয়ার্স, শ্রমজীবি ক্যান্টিন, কমিউনিটি কিচেনে যুব সম্প্রদায়ের বিশেষ করে ছাত্রদের এগিয়ে আসার চেষ্টা নজর টেনেছে । এ বার তাঁদের আরও কাছে টেনে নিতে এসএফআই সমাজের কয়েকটি অনুপ্রেরণা জাগানো মুখকে সামনে নিয়ে আসছে । যার পোস্টার বয় অবশ্যই দিয়েগো মারাদোনা ।

Last Updated : Aug 24, 2021, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details