পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor on WB Election Commissioner: 'সঠিক সময়ে, সঠিক সিধান্ত', রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মত রাজ্যপালের - Nabanna

কে হবেন পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার ? রাজ্য রাজনীতি ও রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে এটাই এখন কোটি টাকার প্রশ্ন ৷ মঙ্গলবার সেই প্রশ্নের জবাবও দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কী বললেন তিনি ?

Governor on WB Election Commissioner ETV BHARAT
Governor on WB Election Commissioner

By

Published : May 30, 2023, 1:46 PM IST

কলকাতা, 30 মে: অভিভাবকহীন রাজ্য নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত সৌরভ দাসের অবসরের পর তাঁর জায়গায় নতুন কমিশনারের নাম ঘোষণা করা হয়নি ৷ বরং নতুন কমিশনার নিয়োগ করতে রাজভবনের তরফে কমিটি গঠন করতে বলা হয়েছে বলে খবর ৷ এই বিষয়ে মঙ্গললবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সঠিক সময়ে সঠিক সিধান্ত নেওয়া হবে ৷" কিন্তু, সেই সময়টা কবে বা কখন আসবে ? তার উত্তর দেননি তিনি ৷ ফলে, কবে রাজ্য নির্বাচন কমিশনে নতুন কমিশনার নিয়োগ কবে হবে সেই ধোঁয়াশা কাটল না ৷

রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে ইতিমধ্যে নবান্নের তরফে রাজভবনে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা এবং এবি বর্ধনের নাম প্রস্তাব করা হয়েছে ৷ কিন্তু, সেই প্রস্তাবে এখনও রাজভবনের সাড়া পাওয়া যায়নি ৷ রাজভবন সূত্রে খবর, নবান্নের তরফে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাবের প্রেক্ষিতে বেশ কয়েকটি তথ্য চেয়ে পাঠানো হয়েছে নবান্নের কাছে ৷ উল্লেখ্য, রাজ্যপালের তরফে প্রশ্ন করা হয়, কেন শুধু রাজীব সিনহার নাম কমিশনার হিসেবে পাঠানো হয়েছে ? যার পরেই মন্ত্রিসভার বৈঠক করে আরও একটি নাম পাঠানো হয়েছে ৷ কিন্তু, তারপরও কোনও নামের প্রস্তাবেই সই করেননি রাজ্যপাল।

আরও পড়ুন:মেয়াদ শেষ সৌরভ দাসের, অভিভাবকহীন রাজ্য নির্বাচন কমিশন

এই পরিস্থিতিতে গতকালই সৌরভ দাসের কমিশনার হিসেবে বর্ধিত মেয়াদ শেষ হয়েছে ৷ তাই আজ নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে এবং কবে হবেন ? সেই প্রশ্ন তোলা হয় রাজ্যপালের সামনে ৷ প্রশ্নের জবাবে সিভি আনন্দ বোস বলেন, "সঠিক সময়ে সঠিক সিধান্ত নেওয়া হবে ৷" ফলে আপাতত রাজীব সিনহা না এবি বর্ধন ? কে রাজ্য নির্বাচন কমিশনার হবেন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ উল্লেখ্য, সৌরভ দাসের রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গত 31 মার্চ মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৷ তারপর 2 মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয় ৷ সেই বর্ধিত মেয়াদও এবার শেষ ৷

আরও পড়ুন:মেয়াদ শেষ সৌরভ দাসের, অভিভাবকহীন রাজ্য নির্বাচন কমিশন

কিন্তু, সামনেই পঞ্চায়ে নির্বাচন ৷ রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ না হলে, নির্বাচনের দিন ঘোষণা দূর ৷ নির্বাচন সংক্রান্ত কোনও কাজই এগোবে না ৷ তবে, ঠিক কবে পঞ্চায়েত নির্বাচনের সূচি ঘোষণা হবে ? তা নিয়ে সংশয় রয়েছে ৷ মনে করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শেষ হলেই, নির্বাচন ঘোষণা হতে পারে ৷ কিন্তু, তারও আগে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details