আবগারি দপ্তরে কনস্টেবল পদে কর্মী নিয়োগ হতে চলেছে । রাজ্যের নয়টি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডে ফিজ়িক্যাল মেজ়ারমেন্ট ও এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে । প্রথম ফেজ়ের টেস্ট দু'টি নেওয়া হবে 21 ডিসেম্বর থেকে 2 জানুয়ারির মধ্যে । পরের শিডিউল শীঘ্রই জানানো হবে ।
আবগারি দপ্তরে কনস্টেবল পদে কর্মী নিয়োগ - কনস্টেবল পদে কর্মী নিয়োগ রাজ্য পুলিশের
আবগারি দপ্তরে কনস্টেবল পদে কর্মী নিয়োগ হতে চলেছে ।
কনস্টেবল পদে কর্মী নিয়োগ রাজ্য পুলিশের
পরীক্ষার্থীরা wbprb.applythrunet.co.in-এ পরীক্ষার তারিখ জানতে পারবেন । পরীক্ষার দিন ফেস মাস্ক বাধ্যতামূলক । কোরোনার বিধিবনিষেধ মেনে পরীক্ষা নেওয়া হবে ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।