পশ্চিমবঙ্গ

west bengal

উন্নত ভারত গড়ার লক্ষ্যে রাজভবনে 'বিকশিত ভারত' প্রতিযোগিতা

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 10:39 PM IST

ViksitBharat Competition: উন্নত ভারত গড়ার লক্ষ্যে 'বিকশিত ভারত' প্রতিযোগিতার আয়োজন করল রাজভবন ৷ সকলকে যোগদানের আহ্বান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ।

rajbhavan-to-organize-viksitbharat-competition
উন্নত ভারত গড়ার লক্ষ্যে রাজভবনে 'বিকশিত ভারত' প্রতিযোগিতা

কলকাতা, 9 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বিকশিত ভারত' সংকল্পের অনুপ্রেরণায় একটি অনন্য প্রতিযোগিতার আয়োজন করল রাজভবন ৷ বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস সকলকে এই প্রতিযোগিতায় যোগদানে আমন্ত্রণ জানিয়েছেন । আগামী 15 ডিসেম্বরের মধ্যে নাম, ছবি-সহ নির্দিষ্ট ইমেল আইডিতে আবেদন করতে বলা হয়েছে । রাজভবন সূত্রের খবর, প্রতিটি প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে 5 জন বিজয়ী নির্বাচন করা হবে। প্রত্যেককে 10 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে রাজভবনের তরফে বলা হয়েছে, "এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অন্তর্দৃষ্টি এবং সৃজনশীলতা উন্নত ভারতের কল্পনা করতে সাহায্য করবে । 'বিকশিত ভারত' প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতাও আছে ।"

1.প্রবন্ধ প্রতিযোগিতা: অংশগ্রহণকারীদের 'বিকশিত ভারতের ধারনা' বিষয়ের উপর প্রবন্ধ জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । প্রবন্ধগুলি সংক্ষিপ্ত হবে । তবে, কমপক্ষে তা 1000 শব্দের হতে হবে । যা ভারতের উন্নয়নের জন্য উদ্ভাবনী ধারনাগুলিকে প্রতিফলিত করবে ।

2. জেনারেটিভ এআই রচনা প্রতিযোগিতা:এটি একটি যুগান্তকারী সংযোজন । প্রতিযোগিতায় এআই-এর মাধ্য়মে তৈরি প্রবন্ধগুলিকে স্বাগত জানানো হয়েছে । এক্ষেত্রেও প্রবন্ধ লিখতে হবে 1000 শব্দের মধ্যে ৷ বিষয়: 'বিকশিত ভারতের ধারনা' ৷

3. এআই-জেনারেটেড পেন্টিং:শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মিলনের কথা মাথায় রেখে 'বিকশিত ভারতের ধারনা' বিষয়ক এআই জেনারেটেড পেন্টিং-এরও একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷

4. ইনফোগ্রাফিক্স প্রতিযোগিতা:প্রতিযোগিতাটি #Ideas4ViksitBharat-এর ওপর বেশকিছু ইনফোগ্রাফিক্স তৈরির আহ্বান জানিয়েছে । এক্ষত্রে আবেদন পত্রের সঙ্গে 5-10টি ইনফোগ্রাফিক্স যুক্ত করার কথা বলা হয়েছে ।

কীভাবে আবেদন করবেন ?

রাজভবন জানিয়েছে, আবেদনকারীদের ইমেলে তাদের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এবং ঠিকানা লিখতে হবে। আবেদন পত্র ইংরেজি, বাংলা এবং হিন্দি 3 ভাষাতেই নেওয়া হবে।

কোথায় আবেদন করা যাবে ?

সমস্ত তথ্য আগামী ই-মেইল ​​আইডি: aamnesaamne.rajbhavankolkata@gmail.com এ 15 ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে । নির্দিষ্ট বিষয় উল্লেখ করে সাবজেক্টে লিখতে বলা হয়েছে ।

আরও পড়ুন:

  1. আগামী সোমবার থেকে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক বিজেপি কিষাণ মোর্চার
  2. 'পাপ যারা করেছে তার প্রায়শ্চিত্ত সরকার করবে', চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে জানালেন কুণাল
  3. নিয়োগের দাবিতে আন্দোলনের 1000 দিন, ন্যাড়া হয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

ABOUT THE AUTHOR

...view details