কলকাতা, 15 সেপ্টেম্বর : অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই । আগামী 24 ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে । সেইসঙ্গে নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে । এর জেরে বৃষ্টির পরিমাণও কমবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,পূর্ব মেদিনীপুর,দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও হলুদ সর্তকতা রয়েছে ।
এই মুহূর্তে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে । নিম্নচাপ আমাদের রাজ্য থেকে বেশ দূরে রয়েছে । তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । অতিরিক্ত পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যে বৃষ্টিপাত চলছে । আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দুর্যোগ কেটে যাবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । বৃষ্টির পরিমাণ কমে আসবে ।