কলকাতা, 12 এপ্রিল :বাংলা নববর্ষের শুরুতেই অপেক্ষার অবসান । বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে (Weather Update of West Bengal) । অন্তত তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, "আজ ও আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে (Rain Forecast in west bengal) । শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 13 এপ্রিল মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । 14 এবং 15 এপ্রিল গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"
আপাতত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । শুধুমাত্র দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপমাত্রা একটু বেশি থাকবে । প্রায় 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে পারদ ৷ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । হাওয়া অফিসের বলছে, আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমলেও 13 এপ্রিল থেকে ফের বৃষ্টি বাড়বে । সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ।