হাইকোর্টের রায়ে সরকারের নৈতিক পতন হল : রাহুল সিনহা
পৌরসভার প্রশাসক বোর্ড ইশুতে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, " এই রায় হল রাজ্য সরকারের নৈতিক পরাজয়, কলকাতাবাসীর জয় । গণতন্ত্রের জয়, সংবিধানের জয় ।"
কলকাতা, 8 মে : পৌরসভার প্রশাসক বোর্ড ইশুতে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তিনি বলেন, " এই রায় হল রাজ্য সরকারের নৈতিক পরাজয়, কলকাতাবাসীর জয় । গণতন্ত্রের জয়, সংবিধানের জয় ।"
এদিন রাহুল সিনহা বলেন, " সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে দলতন্ত্রকে প্রতিষ্টা করার জন্য যে 14 জনকে কলকাতা পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বসানো হয়েছিল তা যে অত্যন্ত সংবিধান বিরোধী, নীতি বিরোধী, রুচি বিরোধী তা এই রায়েই স্পষ্ট । রাজ্যের মুখ্যমন্ত্রী পৌরনিগমের পিছনের দরজা দিয়ে দলতন্ত্র প্রতিষ্ঠা করার যে ছক কষেছিলেন, হাইকোর্টের রায়ে তা সম্পূর্ণ নসাৎ হয়ে গেছে । হাইকোর্টের এই রায়কে আমরা সম্পূর্ণ রূপে স্বাগত জানাই । গণতন্ত্রকে হত্যা করার জন্য রাজ্য সরকারকে ধিক্কার জানাই । এটা কলকাতাবাসীর জয়, ন্যায়ের জয়, সংবিধানের জয় ।" হাইকোর্টের রায় ইশুতে রাহুল সিনহা আরও বলেন, " অ্যাডভাইজ়রি বোর্ড গঠনের নাম করে কলকাতা পৌরনিগমে রাজ্য সরকার যে দলতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল উচ্চ আদালতের রায়ে তা সম্পূর্ণ নসাৎ হয়ে গেল ।"
প্রসঙ্গত, কলকাতা পৌরসভার ইতিহাসে এই প্রথমবার প্রশাসক বসতে চলেছে । কলকাতা পৌরসভার আইন অনুযায়ী এই ভাবে প্রশাসক বসানো যায় না । প্রশাসক বসাতে গেলে আইন এনে অধ্যাদেশ সংশোধন করে তারপরই প্রশাসক বসাতে হত । কিন্তু লকডাউন চলার কারণে বিধানসভা অধিবেশনের প্রশ্নই নেই । বুধবার রাজ্যসরকারের পক্ষ থেকে প্রশাসক বসিয়ে 14 সদস্যের প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় । ফিরহাদ হাকিমকে মাথায় রেখে এই বোর্ড তৈরি করা হয়েছে ।