কলকাতা, 19 অগাস্ট:আগামী 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ব্যস্ত। এর মাঝেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেনারস থেকে কে প্রার্থী হবেন তা নিয়ে মুখ খুলল কংগ্রেস ৷ দিন দুই আগেই উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান জানিয়েছিলেন, আমেঠি থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল ৷ আর বেনারস থেকে যদি ইচ্ছা প্রকাশ করেন তবে প্রিয়াঙ্কা গান্ধি প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন ৷ সেই জল্পনার মাঝেই লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী শনিবার সাফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধি বা যে কেউ প্রার্থী হতে পারেন ৷ তবে কে বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি চিন্তিত বলেও কটাক্ষ করেন অধীর ৷
কেন্দ্রের শাসক দল বিজেপি তো বটেই কংগ্রেস-সহ অন্যান্য জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও লোকসভা ভোটকে পাখির চোখ রেখে নিজেদের মতো করে ঘর গোছানোর সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর জন্য 26টি দল মিলে বিরোধী জোট 'ইন্ডিয়া'ও গঠন হয়েছে। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের ভিতরে-বাইরে বিভিন্ন সময়ে কটাক্ষও করছেন। এসবের মাঝে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেনারস থেকে প্রার্থী হতে পারেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বডরা। এদিন সে বিষয়ে আরও জল্পনা উসকে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের অধীর চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারেন। প্রিয়াঙ্কা গান্ধি হোক বা অন্য কেউ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে প্রার্থী এবং তা নিয়ে এত দ্রুততা কিসের ? এত চিন্তা কিসের ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলব, আপনার বিরুদ্ধে কে প্রার্থী হবেন তা নিয়ে এত বিচলিত ?"