কলকাতা, 20 অগস্ট: কয়েকমাসে অনেকটাই বেড়েছে জ্বালানির দাম ৷ জ্বালানির দাম বাড়ার ফলে বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই ৷ কিন্তু সরকার ভাড়া না বাড়ানোয় অনেক জায়গাতেই বেসরকারি বাস মালিকরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে বলে অভিযোগ আসছে ৷ এবার সেই বিষয়ে তৎপর হল রাজ্যের পরিবহণ দফতর ৷ কলকাতার রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির (RTO) তরফে একটি চিঠি দিয়ে বেসরকারি বাস মালিক সংগঠনকে সতর্ক করা হয়েছে ৷
বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা ইচ্ছেমতো ভাড়া হাঁকাচ্ছে। বেশ কিছুদিন ধরেই একাধিক অভিযোগ জমা পড়েছে পরিবহণ দফতরে। তাই এবার বিষয়টিকে শক্ত হাতে দমন করতে চায় রাজ্যের পরিবহণ দফতর। বাড়তি ভাড়া নেওয়ার কোনও বিজ্ঞপ্তি রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা হয়নি। তাহলে কিসের ভিত্তিতে বাড়তি ভাড়া নিচ্ছে বাস মালিকরা? বাড়তি ভাড়া নেওয়া বন্ধ করতে হবে ৷ না হলে রাজ্য সরকার বাস মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আসানসোল পৌরনিগমের বোর্ডে বানান ভুল নিয়ে বিতর্ক, গুরুত্ব দিলেন না প্রশাসক
বেশ কয়েকমাস ধরেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারি ছিল ৷ ফলে পথে নামতে পারেনি বাস ৷ পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির দাম ৷ তাই বেসরকারি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছিল ৷ যদিও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্টত জানিয়ে দিয়েছেন ভাড়া বাড়ানো যাবে না ৷ অল বেঙ্গল বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "লক্ষ লক্ষ বাস-মিনিবাস কর্মীরা সংসার চালাতে ও দু'মুঠো অন্নের জন্য যাত্রীদের কাছে সাহায্য চাইতে হচ্ছে। যাত্রীরা স্বতঃপ্রণোদিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। রাজ্যে কোনও জায়গায় এখনও পর্যন্ত ভাড়া নিয়ে যাত্রী বিক্ষোভ হয়নি। আমি আশা করি যাত্রীরাও এটা উপলব্ধি করছেন যে দূরত্বে 10 টাকা থেকে 15 টাকা খরচ করে বাসেই পৌঁছে যাওয়া যায়, সেই দূরত্বে বাসের বিকল্প কোনও পরিবহণে যেতে গেলে অনেক বেশি টাকা খরচ হয়। যেভাবে পেট্রোপণ্য ও অন্যান্য জিনিসের দাম বাড়ছে তাতে আগের ভাড়ায় বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে। "