পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2021-র জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন, মোদির পালটা মমতা - Ration

প্রধানমন্ত্রীর অন্ন যোজনা নিয়ে ঘোষণার পরই "ফ্রি রেশন" নিয়ে পালটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে চাল ও আটা দেওয়ার ঘোষণা করেন ৷ পাশাপাশি বেসরকারি বাস চালানো নিয়েও মন্তব্য করেন মমতা ৷

মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর

By

Published : Jun 30, 2020, 4:57 PM IST

Updated : Jun 30, 2020, 6:20 PM IST

কলকাতা, 30জুন : আজ বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে অন্ন যোজনার আওতায় নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার কয়েক মিনিটের মধ্যেই "ফ্রি রেশন" নিয়ে পালটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে চাল ও আটা দেওয়ার কথা জানান ৷ পাশাপাশি বেসরকারি বাস চালানো নিয়েও অবস্থান স্পষ্ট করে দেন মমতা ৷ তিনি বলেন, "বেসরকারি বাসগুলিকে আগামীকাল পর্যন্ত সময়সীমা দেওয়া হল ৷ বাস না নামালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার ৷"

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷ আজ তিনি জানিয়ে দিলেন, "কেন্দ্র নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দিচ্ছে ৷ আমি এই বিনামূল্যে রেশন আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম ৷ এতে চাল ও আটা দুই-ই দেওয়া হবে ৷ যাতে মানুষ দু'টো খাদ্য খেতে পারে ৷ ওঁরা আজ দেবেন ৷ কাল দেবেন না ৷ খাদ্যসাথী যাঁরা পাই তাঁরা তো আগামী বছর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেই ৷ কিন্তু, বাকিরা সেপ্টেম্বরের পর পাবে কিনা সেটা নিয়ে আলোচনা করবে ৷" কেন্দ্রের তরফে বিনামূল্যে দেওয়া রেশন দেশবাসীর 60 শতাংশ মানুষ পায় বলে অভিযোগ করলেন মমতা ৷ তিনি বলেন, "পাঁচ কেজি করে যে চাল কেন্দ্র দিচ্ছে, তা 60 শতাংশ মানুষ পাচ্ছেন ৷ বাকিরা পাচ্ছেন না ৷ ওঁরা যেটা 100 শতাংশ বলেছেন, সেটা ভুল বলেছেন ৷ কিন্তু আমরা রাজ্যের সবাইকেই দিচ্ছি ৷ তাঁরা বাকি 40 শতাংশ মানুষকে কেন বিনামূল্যে রেশন দেবেন না ? সকলকেই এই রেশন দেওয়া হোক ৷ রাজ্যেও এটা 100 শতাংশ করা হোক ৷"

রাজ্যে বাস পরিবহন ব্যবস্থা নিয়ে কঠোর হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ তিনি জানিয়ে দেন, কিছু কিছু ক্ষেত্রে না চেয়েও কঠোর সিদ্ধান্ত নিতে হয় ৷ "আমরা ভালোভাবে অনেকবার কথা বলেছি ৷ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীও কথা বলেছিলেন ৷ কিন্তু, ফল হয়নি ৷ আমরা বলেছিলাম, বাস প্রতি এই তিন মাস সাহায্যের জন্য 15 হাজার টাকা করে দেব বলেছিলাম ৷ আগামীকাল পর্যন্ত আমরা দেখব ৷ আশা করি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে ৷"

বেসরকারি বাস সংগঠনগুলির সঙ্গে এরা আগে বৈঠক করা হয়েছিল সরকারের তরফে ৷ সেখানে পরিবহনমন্ত্রী, পরিবহন সচিব, মুখ্যমন্ত্রী-সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ৷ সেখানে 27 কোটি টাকা সরকারের তরফে ভর্তুকি দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে এই বিষয়ে কথাও দেওয়া হয়েছিল সংগঠনগুলির তরফে ৷ কিন্তু, পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিবৃতি দেওয়া হয় সংগঠনগুলির তরফে ৷ মমতা বলেন, "আমি আশা করি, বিবৃতি নয় ৷ যেটা তাঁরা কথা দিয়ে গিয়েছিলেন ৷ সেটাই রাখবেন ৷ এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ৷"

মানুষের স্বার্থে কখনও কখনও কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে ৷ আর এই জন্য সরকার দায়ী থাকবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "এর দায়িত্ব বর্তাবে বিভিন্ন সংগঠনগুলির উপর ৷ যারা বৈঠক করে গিয়েছে, তাদের উপর ৷" তিনি অনুরোধ করে বলেন, "ডিজ়েল, পেট্রলের ভাড়া বেড়েছে একথা সত্যি ৷ এটাকে কেউ সমর্থনও করছি না ৷ যখন বাড়ছে, তখন বাস ভাড়া বাড়াতে চাইছেন ৷ কিন্তু, যখন ডিজ়েল, পেট্রলের দাম কমে, তখন তো কমাতে চান না ৷ এরকম তো হয়নি ৷ অনেকদিন আগে থেকেই বলেছিলাম ৷"

সরকারকে দেওয়া কথা মতো কাল থেকেই ছয় হাজার বেসরকারি বাস রাস্তায় নামাবে বলেই আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেটা হলে আগামী তিন মাসের প্রতি মাসে 15 হাজার টাকা করে বাস প্রতি দেওয়া হবে ৷ তা নাহলে অন্য উপায় বের করতে হবে বলেও স্পষ্টা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "কথা মতো যদি না মানেন, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব ৷ প্রয়োজন হলে সরকার এই বাস নেবে ৷ সরকারই বাসচালক নেবে ৷ সরকারই মানুষের জন্য বাস চলবে ৷ সব খরচ সরকারই করবে ৷ এটা বিপর্যয় মোকাবিলা আইনের মধ্যে পড়ে ৷ তাই এখনও অনুরোধ করব, মানুষের স্বার্থে অহংকারের লড়াই বন্ধ করে মানুষের পাশে দাঁড়ান ৷ কিন্তু, আপনারা না করলে ইচ্ছে না হলেও লকডাউন আইনের অধীনে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে ৷ সরকার এর জন্য দু-তিনদিন সময় নেবে ৷"

Last Updated : Jun 30, 2020, 6:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details