কলকাতা, 30জুন : আজ বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে অন্ন যোজনার আওতায় নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার কয়েক মিনিটের মধ্যেই "ফ্রি রেশন" নিয়ে পালটা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে চাল ও আটা দেওয়ার কথা জানান ৷ পাশাপাশি বেসরকারি বাস চালানো নিয়েও অবস্থান স্পষ্ট করে দেন মমতা ৷ তিনি বলেন, "বেসরকারি বাসগুলিকে আগামীকাল পর্যন্ত সময়সীমা দেওয়া হল ৷ বাস না নামালে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার ৷"
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে ৷ আজ তিনি জানিয়ে দিলেন, "কেন্দ্র নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দিচ্ছে ৷ আমি এই বিনামূল্যে রেশন আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম ৷ এতে চাল ও আটা দুই-ই দেওয়া হবে ৷ যাতে মানুষ দু'টো খাদ্য খেতে পারে ৷ ওঁরা আজ দেবেন ৷ কাল দেবেন না ৷ খাদ্যসাথী যাঁরা পাই তাঁরা তো আগামী বছর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেই ৷ কিন্তু, বাকিরা সেপ্টেম্বরের পর পাবে কিনা সেটা নিয়ে আলোচনা করবে ৷" কেন্দ্রের তরফে বিনামূল্যে দেওয়া রেশন দেশবাসীর 60 শতাংশ মানুষ পায় বলে অভিযোগ করলেন মমতা ৷ তিনি বলেন, "পাঁচ কেজি করে যে চাল কেন্দ্র দিচ্ছে, তা 60 শতাংশ মানুষ পাচ্ছেন ৷ বাকিরা পাচ্ছেন না ৷ ওঁরা যেটা 100 শতাংশ বলেছেন, সেটা ভুল বলেছেন ৷ কিন্তু আমরা রাজ্যের সবাইকেই দিচ্ছি ৷ তাঁরা বাকি 40 শতাংশ মানুষকে কেন বিনামূল্যে রেশন দেবেন না ? সকলকেই এই রেশন দেওয়া হোক ৷ রাজ্যেও এটা 100 শতাংশ করা হোক ৷"
রাজ্যে বাস পরিবহন ব্যবস্থা নিয়ে কঠোর হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ তিনি জানিয়ে দেন, কিছু কিছু ক্ষেত্রে না চেয়েও কঠোর সিদ্ধান্ত নিতে হয় ৷ "আমরা ভালোভাবে অনেকবার কথা বলেছি ৷ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীও কথা বলেছিলেন ৷ কিন্তু, ফল হয়নি ৷ আমরা বলেছিলাম, বাস প্রতি এই তিন মাস সাহায্যের জন্য 15 হাজার টাকা করে দেব বলেছিলাম ৷ আগামীকাল পর্যন্ত আমরা দেখব ৷ আশা করি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে ৷"