কলকাতা, 9 অগস্ট: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকার খরচ ছিল 2 হাজার 200 টাকা। তবে সিকিউরিটি মানির নামে সেই খরচ এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয় 5 হাজার টাকা। ফলে 2200 টাকা থেকে বেড়ে ছাত্রছাত্রীদের থাকার খরচ দাঁড়ায় 7200 টাকা। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার সকাল থেকেই আন্দোলনে নামে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসএফআই কর্মীরা। তার জেরে ফের স্লোগান, অবস্থানে তপ্ত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট অরুণ কুমার মাইতির সঙ্গে আন্দোলনরত ছাত্রছাত্রীরা দেখা করতে চাইলে, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি আন্দোলনকারীদের। এরপরে ক্যাম্পাসের পরিবেশ আরও গরম হয়ে ওঠে। অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই অতিরিক্ত ফি, এই দাবিতে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর। অবশেষে চাপে পড়ে সিদ্ধান্ত থেকে পিছু হটে কর্তৃপক্ষ ৷ এসএফআই কর্মীরা দাবি করেন, আন্দোলনের জেরে এ বছরের মতো হস্টেলের বৃদ্ধি করা অতিরিক্ত টাকা নেওয়া থেকে বিরত থাকছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন:অভিযানে আটকদের অবিলম্বে ছাড়তে হবে, এই দাবিতে সরব যাদবপুর ও প্রেসিডেন্সি