পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Blocked by Students: পঞ্চায়েত ভোটে খুন, অশান্তির প্রতিবাদে পথ অবরোধে প্রেসিডেন্সির পড়ুয়ারা - পঞ্চায়েত ভোট

শনিবারের পঞ্চায়েত ভোটে খুন-সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে নেবে বিক্ষোভ দেখালেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর তরফে এই বিক্ষোভ প্রদর্শন হয় ৷

ETV Bharat
রাজপথ অবরোধে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

By

Published : Jul 10, 2023, 9:10 PM IST

পথ অবরোধে প্রেসিডেন্সির পড়ুয়ারা

কলকাতা, 10 জুলাই:পঞ্চায়েত ভোটে খুন-সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই বিক্ষোভে পথে নেমেছে । এবার পথে নামল ছাত্র সমাজ । সোমবার বিকালে ভোট সন্ত্রাসের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসের গেটের বাইরে পথ অবরোধে শামিল হলেন । এই বিক্ষোভ ও অবরোধের কর্মসূচির ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর প্রেসিডেন্সি ইউনিট ।

শুধু ছাত্রছাত্রীদের দাবি আদায়ে নয়, নানা ঘটনায় এর আগেও পথে নামতে দেখা গিয়েছে প্রেসিডেন্সির পড়ুয়াদের ৷ এবার তাঁরা বিক্ষোভ দেখাল পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে ৷ এদিন দুপুর থেকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ভিতরে এসএফআই বিক্ষোভ দেখতে শুরু করে । পরে ভিতর থেকে পরে মিছিল করে তারা গেটের বাইরে আসে । সেখানেই বিধান সরণি অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কিছু সময়ের জন্য । পঞ্চায়েতে ভোট সন্ত্রাস ও খুনের প্রতিবাদে কেন কলকাতার রাজপথ কেন অবরোধ করলেন তারা? পথ চলতি মানুষ থেকে বাসযাত্রী বা বই পড়ায় আসা মানুষজনকে এই নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন ছাত্র নেতৃত্ব ।

আরও পড়ুন: আগামী পাঁচ বছর গ্রামবাংলা শাসন করবে কারা, রাত পোহালেই মিলবে উত্তর

এদিন বিক্ষোভকারীরা সংগঠনের ঝান্ডা কাঁধে রাস্তা অবরোধে শামিল হন । ভোটকে প্রহসনে পরিণত করা, একাধিক প্রাণহানী, বোমাবাজি এইসমস্ত ঘটনার বিরুদ্ধে স্লোগান তোলেন তাঁরা । ধিক্কার জানান তারা । তাঁদের কথায়, "আমরা প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা ভবিষ্যতের ধারক বাহক পরিচালক । গ্রাম থেকে বহু মানুষ আসেন এখানে । তাদের জানা দরকার কীভাবে দিনের পর দিন তৃণমূল সরকার গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে । বুথে রিগিং, বোমা সন্ত্রাস কার স্বার্থে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতেই হবে । নির্বাচনের দিনে এত জনের মৃত্যু হল কেন সেই জবাব পুলিশ মন্ত্রীকে দিতে হবে । আমরা সমবেত না-হলে এই শাসকের বিরুদ্ধে কথা বলা যাবে না।"

এদিন অবরোধ চলাকালীন ছাত্র নেতৃত্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখে রাস্তাতেই । তাঁদের দাবি, মনে হতে পারে কেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতায় অবরোধ করা হল, তবে এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন নয় । এদিন বিজেপিকেও তুলোধনা করেন পড়ুয়ারা ৷ তাঁদের দাবি, বিজেপি যেখানে যায় দাঙ্গা করে আর তৃণমূল এখানে অশান্তি করছে ৷

ABOUT THE AUTHOR

...view details