পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে সাসপেন্ড করার দাবি মানল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ

সাম্প্রতিককালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের সেফটি এবং সিকিউরিটির সব দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের, এই মর্মে লিখিত দিলেন ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতি ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

By

Published : May 9, 2019, 9:34 PM IST


কলকাতা, 9 মে : সম্প্রতি বেশ কয়েকটি শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে । দু'টি লিখিত অভিযোগও জমা পড়েছে বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে । দু'টি অভিযোগই উঠেছে প্রেসিডেন্সির এক পড়ুয়ার বিরুদ্ধে । দ্রুত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া ও অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাসপেন্ড করার দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । গতকালও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ামক ও ডিন অফ স্টুডেন্টসকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা । কিন্তু আইনগত কারণে তাঁদের দাবি মেনে অভিযুক্ত পড়ুয়াকে সাসপেন্ড করা যাবে না বলে জানান ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতি । তবে, সাম্প্রতিককালের ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের সেফটি এবং সিকিউরিটির সব দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের, এই মর্মে লিখিত দিয়েছেন তিনি । তাঁর আশ্বাসে আশ্বস্ত হয়ে রাত সাড়ে 9টায় ঘেরাও তুলে নেন বিক্ষোভকারী পড়ুয়ারা ।

কয়েকদিন আগে প্রেসিডেন্সির এক ছাত্রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন প্রেসিডেন্সিরই এক ছাত্রী । বিশ্ববিদ্যালয় ডিন অফ স্টুডেন্টস অরুণকুমার মাইতিকে ই-মেইলে অভিযোগ জানান ওই ছাত্রী । তারপরে ওই একই ছাত্রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন আরও তিনজন ছাত্রী । গত সোমবার এই বিষয়ে ডিন অফ স্টুডেন্টসের কাছে ডেপুটেশন দেন প্রেসিডেন্সির পড়ুয়ারা । অভিযোগকারী ছাত্রী বলেন, "প্রথমে আমরা গেছিলাম অভিযুক্ত ছাত্রের সাসপেনশনের দাবি নিয়ে । পরে আরেকটা দাবি নিয়ে যাই তা হল PUCASH (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সেল এগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট) রিফরমেশন । আমাদের কী কী ডিমান্ড ফুলফিল করতে হবে সেটা নোট ডাউন করেছিলাম । লিখিতভাবে জমাও দিয়েছিলাম । কিন্তু সেদিন ডিন অফ স্টুডেন্টস বলেন, উনি সাসপেন্ড করতে পারবেন না । কারণ, আইনগতভাবে যতক্ষণ না ওকে কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ সাসপেন্ড করা যায় না । তাতে সবাই আবেদন করে যে, ওকে ডিবারড করার চেষ্টা করা হোক যাতে ওকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় । তাতে উনি বলেছিলেন টাইম চাই । যাতে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল কনসালটেন্টের সঙ্গে কথা বলে উনি জানাতে পারেন । শেষ পর্যন্ত ওইদিনই PUCASH-এ ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

সোমবার বিক্ষোভকারী পড়ুয়ারা ডিন অফ স্টুডেন্টসকে উত্তর দেওয়ার জন্য সময় দিয়েছিল । কিন্তু সেই সময় পার হয়ে গেলে গতকাল আবার ডিন অফ স্টুডেন্টসের সঙ্গে কথা বলতে যান পড়ুয়ারা । কিন্তু উনি জানান, লিগ্যালিভাবে এটা করা সম্ভব নয় । আমরা হিয়ারিং ডেট এগিয়ে আনতে বললেও তাও তিনি UGC নিয়ম অনুযায়ী সম্ভব নয় বলেন । কারণ, মিনিমাম 10 দিনের একটা নোটিশ দিতে হয় দু'পক্ষকেই । সেটা মেনেই নোটিশটা দেওয়া হয়েছে বলে জানান ডিন অফ স্টুডেন্টস । কিন্তু, বিক্ষোভকারী পড়ুয়ারা অভিযুক্তকে ডিবারড না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি । তারা রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারের সঙ্গে দেখা করতে যায় । "

অভিযোগকারী ছাত্রী আরও বলেন, "আমরা তখনও চাইছিলাম ওকে ডিবারড করা হোক । তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই রেজিস্ট্রারের সঙ্গে কথা বলব । কিন্তু রেজিস্ট্রার বলেন, তিনি এগুলো নিয়ে কোনও কথা বলতে পারবেন না । এগুলো গোটাটাই ডিন করেন । তাই ডিন যা বলবেন তাই হবে । তখন আমরা সিদ্ধান্ত নিই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘেরাও করা হবে । কিন্তু আমরা ঘেরাও করতে গিয়ে দেখি অফিস বন্ধ করে দিয়েছে । তখন আমরা বুঝতে পারি ওঁরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন । তাই রেজিস্ট্রার বেরোনোর চেষ্টা করলে প্রায় 25 জন স্টাফ তাঁকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন । তখন তাঁকে আটকে দেওয়া হয় ।

সেই সময় একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলে রেজিস্ট্রার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে রাজি হন । তারপরে রেজিস্ট্রার এসে কিছু কথা বলেন । মূলত বলেন, ওঁরা আইনত এটা করতে পারেন না । এটা করলে আইনি সমস্যা হবে। তাতে আমরা বলি যে, তাহলে আমাদের সেফটি, সিকিউরিটির দায়টা আপনারা নিন যে কারোর কিছু হবে না । ডিন সেটা লিখিত দেন । যে রিসেন্ট ডেভলপমেন্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ে সেটা মাথায় রেখে পড়ুয়াদের সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । তারপরে আমরা রাত 9টা নাগাদ ঘেরাও তুলে নিই ।"

তবে, এখানেই শেষ নয় বলে জানাচ্ছেন ওই ছাত্রী । তিনি জানান, PUCASH-এর রিফরমেশন নিয়ে তাঁরা যে দাবিগুলো তুলেছেন সেগুলো নিয়ে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যাবেন ।

ABOUT THE AUTHOR

...view details