পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণবঙ্গে মূলত আকাশ মেঘলা থাকবে ।

Aa
Aa

By

Published : Sep 24, 2020, 4:32 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর : আজ ও আগামীকাল উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টি অব্যাহত থাকবে । গত 24 ঘণ্টাতেও উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ।

বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস উত্তরবঙ্গে পৌঁছাচ্ছে । পাহাড়ি এলাকায় তা মেঘে পরিণত হচ্ছে । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে ।"

আজ ও আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া অফিসের তরফে জারি হয়েছে সতর্কতা । উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে । সেই সঙ্গে দার্জিলিং কালিম্পঙে ধসের আশঙ্কা রয়েছে।

আজ ও আগামীকাল 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পঙে । মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে 170 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।

দক্ষিণবঙ্গে মূলত আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97% ও সর্বনিম্ন 88% । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details