কলকাতা, 18 জুলাই : মন্ত্রী সাধন পাণ্ডের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন প্রচার থেকে সবাই বিরত থাকুন ৷ সাধন পাণ্ডেকে নিয়ে ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হচ্ছে । রবিবার সকালে একটি বিবৃতি প্রকাশ করে সমর্থকদের সাধনকন্যা শ্রেয়ার অনুরোধ, কঠিন সময়ে যেন ভিত্তিহীন প্রচার থেকে সকলে বিরত থাকেন ।
শনিবার রাত থেকেই মন্ত্রীকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে । নেটমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই সব গুজব । রাতভর চলা গুজব কানে আসে সাধনের পরিবারেরও । ফলে রবিবার সকালে পরিবারের তরফে বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় । বিবৃতি প্রকাশ করে মানিকতলার বিধায়কের অভিনেত্রী কন্যা বলেন, ‘‘ সোশ্যাল মিডিয়াতে বাবার সম্পর্কে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে । এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে ৷ আমি এই বিষয়ে সারাক্ষণ ফোন পেয়েই যাচ্ছি । দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন । এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারাও চিন্তিত ৷ বাবা যাতে দ্রুত সুস্থ হন, তার জন্য প্রার্থনা করুন ৷ আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন । প্রার্থনার শক্তি অসীম৷’’