পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবাকে নিয়ে ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকার আবেদন সাধনকন্যা শ্রেয়ার - Please refrain from baseless information about my father's health says Shreya Pandey

শনিবার রাত থেকেই মন্ত্রীকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে । নেটমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই সব গুজব । রাতভর চলা গুজব কানে আসে সাধনের পরিবারেরও । ফলে রবিবার সকালে পরিবারের তরফে বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় ।

http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/18-July-2021/12496004_wb_th.mp4
সাধন কন্যা শ্রেয়ার

By

Published : Jul 18, 2021, 2:06 PM IST

Updated : Jul 18, 2021, 2:20 PM IST

কলকাতা, 18 জুলাই : মন্ত্রী সাধন পাণ্ডের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে ভিত্তিহীন প্রচার থেকে সবাই বিরত থাকুন ৷ সাধন পাণ্ডেকে নিয়ে ভিত্তিহীন ও ভুল খবর ছড়ানো হচ্ছে । রবিবার সকালে একটি বিবৃতি প্রকাশ করে সমর্থকদের সাধনকন্যা শ্রেয়ার অনুরোধ, কঠিন সময়ে যেন ভিত্তিহীন প্রচার থেকে সকলে বিরত থাকেন ।

শনিবার রাত থেকেই মন্ত্রীকে নিয়ে নানা গুজব ছড়াতে শুরু করে । নেটমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই সব গুজব । রাতভর চলা গুজব কানে আসে সাধনের পরিবারেরও । ফলে রবিবার সকালে পরিবারের তরফে বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় । বিবৃতি প্রকাশ করে মানিকতলার বিধায়কের অভিনেত্রী কন্যা বলেন, ‘‘ সোশ্যাল মিডিয়াতে বাবার সম্পর্কে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে । এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে ৷ আমি এই বিষয়ে সারাক্ষণ ফোন পেয়েই যাচ্ছি । দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন । এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারাও চিন্তিত ৷ বাবা যাতে দ্রুত সুস্থ হন, তার জন্য প্রার্থনা করুন ৷ আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন । প্রার্থনার শক্তি অসীম৷’’

ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকুন, আবেদন সাধনকন্যা শ্রেয়ার

আরও পড়ুন :Sadhan Pande : সঙ্কটজনক সাধন পাণ্ডে, টুইট কুণালের

পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে শ্রেয়া জানিয়েছেন, তিনি ও তাঁর মা যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন । এমন অবস্থায় যেন কোনও রকম গুজব ছড়ানো না হয় । শ্রেয়ার পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র কুণাল ঘোষ রবিবার সকালে টুইট করে সাধনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন । টুইটে তিনি জানান, বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে গভীর সঙ্কটজনক অবস্থায় রয়েছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয় । তিনি অচেতন অবস্থায় রয়েছেন । বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন ৷ সোমবার তাঁর এমআরআই (MRI) হওয়ার কথা রয়েছে । মন্ত্রীর মস্তিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয় । ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করেন কুণাল ।

Last Updated : Jul 18, 2021, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details