পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: প্রতি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয়, হাইকোর্টে মামলা শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের - plea in cal hc

আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ এই ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আবেদন জমা করা হল কলকাতা হাইকোর্টে ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jun 21, 2023, 4:01 PM IST

Updated : Jun 21, 2023, 5:43 PM IST

হাইকোর্টে মামলা শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের

কলকাতা, 21 জুন: আসন্ন পঞ্চায়েত ভোটে প্রতি জেলায় মাত্র এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন উপযুক্ত নয় ৷ ভোটে রাজ্য়ের জেলাগুলিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল বুধবার ৷

আবেদনে এই সংগঠনের তরফে আদালতে আরও জানানো হয়েছে, বিভিন্ন গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ৷ ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন মঞ্চের প্রায় আটশো সদস্য। পোলিং অফিসারদের তথ্য একমাত্র কমিশনের কাছে থাকার কথা, সেটা কীভাবে অন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে বেরোয় সেই প্রশ্ন উঠছে ৷

শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের করা আবেদনের ভিত্তিতে মামলা রুজু করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ । শিক্ষানুরাগী মঞ্চের তরফে কিংকর অধিকারী এই বিষয়ে বলেন, "যদি বাহিনী কম থাকে তাহলে প্রয়োজনে রাজ্য দু-তিন দফায় ভোট করুক নির্বাচন কমিশন । কিন্তু বাহিনী না-থাকলে আমরা ভোটের কাজে যাব না ।" এ বিষয়ে এদিন নির্বাচন কমিশনের সামনে সংগঠনের শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো হবে বলেও তিনি জানান ৷

আরও পড়ুন: ভোটে প্রাথমিক শিক্ষক-পার্শ্বশিক্ষকদের ফোর্থ পোলিং অফিসার হিসেবে ব্যবহারে 'না' কমিশনের

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে ৷ এই নির্দেশের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার ও নির্বাচন কমিশন । সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানায় । তারপরই কমিশন তড়িঘড়ি 22টি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে । এই এক কোম্পানি করে বাহিনী মোতায়েন পর্যাপ্ত নয় বলে মনে করছেন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা ৷ আগামী 8 জুলাই রাজ্যে এক দফায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷

Last Updated : Jun 21, 2023, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details