কলকাতা, 1 অক্টোবর: এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই । সেখানে 6 নম্বরে নাম রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । ক'দিন এই এক দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিট জমা দিয়েছিল, তাতেও নাম ছিল তৎকালীন শিক্ষামন্ত্রীর । দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, নিয়োগ দুর্নীতির কিং পিন পার্থই । এখন তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে । 31 অক্টোবর পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দিয়েছে আদালত (Partha Chatterjee will be in Presidency Correctional Home till 31 October) ৷
আগামী 5 অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন । 1952 সালের 5 অক্টোবর তাঁর জন্ম ৷ এবছর 71-এ পা দেবেন তৃণমূল নেতা । এর আগে এমন জন্মদিন তিনি যে কখনও কাটাননি তা আর বলার অপেক্ষা রাখে না । গত বছরও এই দিনটা ঘটা করেই পালন করেছিলেন তৎকালীন পার্থ চট্টোপাধ্যায় । ম্যান্টনের পার্টি অফিসে ফুলের তোড়া, নামী দোকানের মিষ্টি, ছবি দেওয়া তিন পাউন্ডের কেক, পাঞ্জাবি, ঘড়ি - এসব ছিল একুশের 5 অক্টোবরে । সেদিন তিনি ছিলেন সরকারের দুই নম্বর মন্ত্রী । রাশভারী নেতা তথা তৃণমূল মহাসচিব (Partha Chatterjee's birthday on 5 October) । কিন্তু এবারের পুজো আসতে আসতেই বদলে গিয়েছে সবটা ।
আরও পড়ুন: পুজোর মরশুম জেলেই কাটবে পার্থ-অর্পিতার, পড়তে পারেন জেরার মুখেও