কলকাতা, 10 অক্টোবর : জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও আট বছরের সন্তানকে খুনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আজ প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । খুনিদের এখনও কেন গ্রেপ্তার করা হয়নি সে নিয়েও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি । স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই মন্তব্য ভালোভাবে নেয়নি শাসকদল । রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে এ দিন মুখ খোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, বলেন, " আমরা তৃণমূলের পক্ষ থেকে সব লক্ষ্য রাখছি । রাজ্যপাল প্রায় প্রতিদিনই সাংবিধানিক পদে থেকে রাজনৈতিক বিভিন্ন মন্তব্য করে তাঁর সাংবিধানিক পদের সীমারেখা লঙ্ঘন করছেন । আইনশৃঙ্খলা নিয়ে তাঁর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিসন্ধিমূলক ।"
দশমীর দিন জিয়াগঞ্জের এক পরিবারের তিনজন খুন হন । রাজ্য প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব গিয়ে দেখে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে, আজ সেই আবেদন জানান রাজ্যপাল । পাশাপাশি খুনের ঘটনায় যে তিনি গভীরভাবে মর্মাহত সেকথাও বলেন । এ প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব বলেন, "যখন এ রাজ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে বিশ্বের মেগা উৎসব নির্বিঘ্নে পালিত হয়, তখন রাজ্যপাল দেখতে পান না ।"