পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাইভ আপডেট : রাজ্যে চলছে লকডাউন, কড়া পুলিশ - Lockdown state

Lockdown
লকডাউন

By

Published : Aug 31, 2020, 6:46 AM IST

Updated : Aug 31, 2020, 10:53 AM IST

10:44 August 31

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও । ইতিমধ্যেই সেপ্টেম্বরে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে । কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারির পর সেই নিয়েও থাকছে সংশয় । কারণ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কন্টেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি হবে না । সিদ্ধান্ত নিতে পারবে না রাজ্য । অন্যদিকে, আজ অগাস্টের শেষ লকডাউন ।

লকডাউনে সুনসান আসানসোল
  • রায়গঞ্জে লকডাউন সফল করতে শহরজুড়ে চলছে পুলিশের টহলদারি ।
  • পূর্ব মেদিনীপুরে লকডাউনের সম্পূর্ণ ভিন্ন ছবি । লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছে সাধারণ মানুষ ।
  • লকডাউনে সুনসান আসানসোল । রাস্তাঘাটে পুলিশের তৎপরতা তেমন চোখে না পড়লেও খুব প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকে বাড়ি থেকে বের হয়নি ।

08:47 August 31

পূর্ব মেদিনীপুরে লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছে মানুষ
  • পুরুলিয়া শহর ও সংলগ্ন এলাকায় রয়েছে কড়া পুলিশি পাহারা । সমস্ত দোকানপাট বন্ধ । অকারণে রাস্তায় বেরোলেই আটক করছে পুলিশ ।

07:40 August 31

পুরুলিয়ায় কড়া পুলিশি প্রহরা
  • রাজ্যে একাধিক জায়গায় চলছে নাকা চেকিং ।
  • লকডাউনে কড়া পুলিশ প্রশাসন ।

06:27 August 31

পুরুলিয়ায় লকডাউনে সমস্ত দোকানপাট বন্ধ
  • রাজ্যে সুস্থতার হার 81.96 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 308 জন ।
  • 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 3 হাজার 19 জন । মৃত্যু হয়েছে 50 জনের ।
  • কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে 19 জনের ।

06:10 August 31

  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত 50 । জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2,500 ।
  • কোরোনা আক্রান্ত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার ।
Last Updated : Aug 31, 2020, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details