পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

OPD Timing in Health Centres: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবার সময়সীমা বাড়ল - ডেঙ্গি

সপ্তাহে 2 দিন সন্ধ্যাতেও খোলা থাকবে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি । মঙ্গল ও শুক্রবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরিষেবে পাওয়া যাবে ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 11:04 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর:ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রাদুর্ভাবকে মাথায় রেখে বড় পদক্ষেপ রাজ্য সরকারের । এবার থেকে সন্ধ্যাতেও খোলা থাকবে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি । শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দফতর । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদিন সপ্তাহে 4 দিন সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি খোলা থাকত । তবে এবার সপ্তাহে 2 দিন (মঙ্গল ও শুক্রবার) দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেখানে পরিষেবা পাওয়া যাবে । অর্থাৎ এবার সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে ।

মূলত অনেক শ্রমিক বা মানুষ রয়েছেন দিনমজুরের ভিত্তিতে কাজ করেন । তাঁদের কথা মাথায় রেখেই সরকারের এই উদ্যোগ । রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে, দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সপ্তাহে দু'দিন পরিষেবা পাওয়া যাবে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে । মঙ্গলবার এবং শুক্রবার এই দু'দিন সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে । রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই বিজ্ঞপ্তি জারি করেছেন । জেলাশাসকদের এবং কলকাতার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে । তাতে বলা হয়েছে প্রতিটি আর্বান কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আর্বান হেলথ সেন্টারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে ।

রাজ্য়ের জারি করা নির্দেশিকা

রাজ্যজুড়ে চিন্তার পরিস্থিতি মশাবাহিত রোগ ঘিরে । বিশেষ করে আশঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গি ৷ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের ৷ বেসরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 39 জনের । অন্যদিকে, আক্রান্তের সংখ্যা 15 হাজার ছাড়িয়ে গিয়েছে । সূত্রের খবর, গত দশদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1 হাজার 100 জন ৷ এছাড়া কিছুদিন আগেই 48 ঘণ্টা জ্বর থাকলে অপেক্ষা না-করে ডেঙ্গি পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা । বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে দেরি করে ডেঙ্গি পরীক্ষা করার জন্য রোগীদের অবস্থা সংকটজনক হয়ে যাচ্ছে, আর সে কারণেই স্বরাষ্ট্রসচিবের পরামর্শ 48 ঘণ্টা জ্বর থাকলেই ডেঙ্গি পরীক্ষা করানো উচিত ৷

আরও পড়ুন: সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, কর্পোরেশনের ভূমিকায় ক্ষুব্ধ সব্যসাচী দত্ত

একইসঙ্গে এদিন তিনি সামগ্রিকভাবে সচেতনতার উপর জোর দিয়েছেন । এক্ষেত্রে মশাবাহিত রোগের ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন দরকার তা বজায় রাখার কথা বলেছেন স্বরাষ্ট্রসচিব । চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জল জমতে না দেওয়া, রাতে মশারি টাঙিয়ে শোয়া-সহ একাধিক পরামর্শ দিয়েছেন তিনি । একই সঙ্গে এদিন স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামল খাওয়া উচিত ৷ পেনকিলার না খাওয়ার পরামর্শ দিয়েছে নবান্ন ৷

ABOUT THE AUTHOR

...view details