পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্দিষ্ট গেট বন্ধ, বিধানসভার বাইরে দাঁড়িয়ে ক্ষোভপ্রকাশ রাজ্যপালের - পশ্রাচিমবঙ্গের রাজ্যপাল

অধিবেশন না থাকায় বন্ধ ছিল বিধানসভার বাইরে সব দরজা ৷ আর তখনই বিধানসভায় আসেন রাজ্যপাল ৷ নির্দিষ্ট গেট বন্ধ ছিল । আর তা দেখে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল ৷

image
বিধানসভায় রাজ্যপাল

By

Published : Dec 5, 2019, 11:46 AM IST

Updated : Dec 5, 2019, 4:03 PM IST

কলকাতা , 5 ডিসেম্বর : ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত ৷ এবার গণতন্ত্রের মন্দিরের (বিধানসভার) সামনে দাঁড়িয়ে রাজ্যে গণতন্ত্র নেই বলে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷
গতকাল বিধানসভায় আসার ইচ্ছা প্রকাশ করেন রাজ্যপাল ৷ তাঁকে বিধানসভায় সস্ত্রীক বিধানসভায় এসে মধ্যাহ্ন ভোজন করার আমন্ত্রণ জানান অধ্যক্ষ ৷ কিন্তু কিছুক্ষণ পরই বিধানসভার সচিব রাজভবনে ফোন করে বলেন রাজ্যপালকে আজ না আসার অনুরোধ করেন ৷ রাজ্যপাল তাঁকে তা লিখিত ভাবে জানাতে বলেন ৷ কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন ৷

বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল

আজ বিধানসভায় আসেন রাজ্যপাল ৷ কিন্তু অধিবেশন না থাকায় বন্ধ ছিল বিধানসভার বাইরের গেট ৷ নির্দিষ্ট গেট বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি । রাজ্যপাল জানান, এই ঘটনায় তিনি ব্যথিত ৷ তাঁর হৃদয় রক্তাক্ত হয়েছে ৷ রাজ্যপাল আরও জানান, তিনি রাজ্যের বিভিন্ন এলাকায় যাবেন ৷ বুলবুলের সম্পর্কে কোনও খবর সরকারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷

বিধানসভার নিয়ম অনুযায়ী অধিবেশনের সময় দুই নম্বর গেট দিয়ে বিধানসভায় ঢোকেন রাজ্যপাল ও অন্য বিধায়করা ৷ অন্য সময় রাজ্যপাল বিধানভায় এলে তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করেন ৷ কিন্তু আজ এসে দেখেন, তিন নম্বর গেট বন্ধ ৷ এতেই তিনি মেজাজ হারান ৷ এর পর যান দুই নম্বর গেটে ৷ সেই গেটও বন্ধ ছিল ৷ যদিও পরে সেই গেট খুলে দেওয়া হয় ৷ বিধানসভার বাইরে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল ৷ বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল ৷

শুনুন জগদীপ ধনকড়ের বক্তব্য...

বিতর্ক এখানেই শেষ নয় ৷ রাজ্য সরকারের তরফে একজনও রাজ্যপালকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন না তখন ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং রাজভবনের সদস্যদের সঙ্গে নিয়ে ভিতরে ঢোকেন তিনি ৷ রাজ্যপাল বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে দাবি করেন রাজ্যে গণতন্ত্র নেই ৷

Last Updated : Dec 5, 2019, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details