কলকাতা, 31 অক্টোবর: বেকারত্ব দূরীকরণে চাকরির দাবিতে সংসদ অভিযানের ডাক দিল বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) । আগামী 3 নভেম্বর ডিআইএফআই সংসদ অভিযান করবে (DYFI Parliament March) । ইতিমধ্যে, গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের রাজ্য প্রতিনিধিরা তার প্রস্তুতি শুরু করেছেন । এই অভিযানের স্লোগান কী হবে, বেকারত্ব দূরীকরণ-সহ আরও কী কী বিষয় নিয়ে আলোচনা ও দাবি রাখা যায়, তা নিয়ে জোর কদমে বৈঠক চলছে । কোন রাজ্য থেকে কত প্রতিনিধি এই অভিযানের সামিল হবেন, তার খসড়া তালিকা তৈরির প্রস্তুতিও চলছে বলে বাম ছাত্র যুব সংগঠনের তরফে জানা গিয়েছে ৷
চাকরির দাবিতে সংসদ অভিযানে সিপিআইএম (CPIM) যুবরা যেমন থাকবেন, তেমনই বিভিন্ন রাজ্য থেকে একাধিক পলিটব্যুরো সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে । সংসদ অভিযানের আগে জনসভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) ।
এই অভিযানের বিষয়ে ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, "সংসদ অভিযানের অন্যতম কারণ, নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-সহ তাঁর সাগরেদরা সংসদে বসে একের পর এক জনবিরোধী নীতি রূপায়ণ ও পদক্ষেপ গ্রহণ করেছে । যার বিরুদ্ধে বাম ছাত্র যুব ঐক্য দীর্ঘদিন ধরে প্রতিবেদনের সংঘটিত করছে । বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদির সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছিল । প্রতিবছর 2 কোটি বেকারকে চাকরি দেওয়া আশ্বাস দিয়েছিলেন ।’’