কলকাতা, 22 সেপ্টেম্বর: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের । মশাবাহিত এই রোগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে সল্টলেকের এ-ই ব্লকের বাসিন্দা 66 বছরের পিনাক সরকার নামে এক ব্যক্তির । জানা গিয়েছে, প্রবল জ্বর থাকায় সেপ্টেম্বর মাসের 15 তারিখ তাঁকে ভর্তি করা হয়েছিল বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে । বৃহস্পতিবার রাত 10টা 15 মিনিট নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধর । এখনও পর্যন্ত এই কেস ধরে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু 39 জনের, যা রীতিমতো ভয় ধরাচ্ছে ।
জানা গিয়েছে তাঁর ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ হিসাবে লেখা রয়েছে সিভিয়ার ডেঙ্গি সিনড্রোমের কথা । মৃতের পরিবার সূত্রে খবর, গত মাসের 27 তারিখ জ্বর আসে তাঁর । 28 তারিখ তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । এর পর কিছু সমস্যার কারণে তাঁকে 15 তারিখ ভর্তি করা হয় বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে । 21 তারিখ রাত 10টা 15 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ।
এদিন ডেঙ্গিতে ওই বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান তথা 31 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্ত । সেখানে গিয়ে পৌর নিগমের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তিনি । তিনি বলেন, "এটা দুর্ভাগ্য যে আমার ওয়ার্ডেই আজকে একজনের মৃত্যু হল ডেঙ্গিতে ৷ এটা খুব দুঃখজনক ঘটনা কিন্তু সব মানুষকেই বারবার করে অনুরোধ করছি নিজের বাড়িটা পরিষ্কার রাখুন এবং পার্শ্ববর্তী বাড়িতে যদি কেউ পরিষ্কার না রাখে দয়া করে তাঁদেরও অনুরোধ করুন । এই একটা গলিতে অন্তত 10-12 জনের ডেঙ্গি হয়ে গিয়েছে ।"