পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue Death in Salt Lake: সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, কর্পোরেশনের ভূমিকায় ক্ষুব্ধ সব্যসাচী দত্ত - ডেঙ্গি আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা ৷ বৃহস্পতিবার রাত মশাবাহিত এই রোগে সল্টলেকের এ-ই ব্লকের 66 বছরের এক বাসিন্দার ৷

ETV Bharat
ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 3:41 PM IST

Updated : Sep 22, 2023, 4:33 PM IST

সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

কলকাতা, 22 সেপ্টেম্বর: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু একজনের । মশাবাহিত এই রোগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে সল্টলেকের এ-ই ব্লকের বাসিন্দা 66 বছরের পিনাক সরকার নামে এক ব্যক্তির । জানা গিয়েছে, প্রবল জ্বর থাকায় সেপ্টেম্বর মাসের 15 তারিখ তাঁকে ভর্তি করা হয়েছিল বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে । বৃহস্পতিবার রাত 10টা 15 মিনিট নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধর । এখনও পর্যন্ত এই কেস ধরে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু 39 জনের, যা রীতিমতো ভয় ধরাচ্ছে ।

জানা গিয়েছে তাঁর ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ হিসাবে লেখা রয়েছে সিভিয়ার ডেঙ্গি সিনড্রোমের কথা । মৃতের পরিবার সূত্রে খবর, গত মাসের 27 তারিখ জ্বর আসে তাঁর । 28 তারিখ তাঁকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । এর পর কিছু সমস্যার কারণে তাঁকে 15 তারিখ ভর্তি করা হয় বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে । 21 তারিখ রাত 10টা 15 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ।

এদিন ডেঙ্গিতে ওই বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান তথা 31 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্ত । সেখানে গিয়ে পৌর নিগমের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তিনি । তিনি বলেন, "এটা দুর্ভাগ্য যে আমার ওয়ার্ডেই আজকে একজনের মৃত্যু হল ডেঙ্গিতে ৷ এটা খুব দুঃখজনক ঘটনা কিন্তু সব মানুষকেই বারবার করে অনুরোধ করছি নিজের বাড়িটা পরিষ্কার রাখুন এবং পার্শ্ববর্তী বাড়িতে যদি কেউ পরিষ্কার না রাখে দয়া করে তাঁদেরও অনুরোধ করুন । এই একটা গলিতে অন্তত 10-12 জনের ডেঙ্গি হয়ে গিয়েছে ।"

তাঁর দাবি, মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে প্রভিশন আছে, এফআইআর করে ব্যবস্থা নেওয়া ৷ কিন্তু কর্পোরেশন দেখছি, দেখব করে ৷ পৌরসভায় আসি-যাই মাইনে পাই গোছের কাজ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন ৷ কাজ হলে এভাবে মানুষ মারা যান না, বলেও এদিন মন্তব্য করেন তিনি৷ বিষয়টি নিয়ে শুধু কাউন্সির নয়, মেয়র, কমিশনারদেরও বলতে হবে বলে তিনি জানান ৷ ফোনে মেয়রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি পাননি বলেও জানান সব্যসাচী দত্ত ৷

আরও পড়ুন: আবারও প্রাণ কাড়ল ডেঙ্গি! দক্ষিণ দমদমে মৃত্যু সপ্তম শ্রেণির ছাত্রীর

প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্য ভবনে ডেঙ্গি নিয়ে একটি রিভিউ বৈঠক হয়েছিল । 5 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কি পরিস্থিতি ডেঙ্গির, তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷ তাতে দেখা গিয়েছিল ডেঙ্গিতে এবছর রাজ্যে আক্রান্ত হয়েছেন 24 হাজার 709 জন ৷ জুন মাস থেকে বেড়েছে ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা । অগস্ট মাসে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 15 হাজার 672 । কলকাতা পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত এর সংখ্যা প্রায় দেড় হাজার জন । বেসরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 30 জনেরও বেশি ৷ তবে সরকারি মতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র 3 জনের ।

Last Updated : Sep 22, 2023, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details