পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই : অজয় নায়েক - election commission

অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই । জানালেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক ।

অজয় নায়েক

By

Published : Apr 19, 2019, 2:20 PM IST

Updated : Apr 19, 2019, 3:27 PM IST

কলকাতা, 19 এপ্রিল : অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই। সাফ জানিয়ে দিলেন রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক । তার মতে, বিষয়টি ব্যক্তিগত।

আজয় নয়েক বলেন, "আমি বিষয়টি শুনেছি । এই ঘটনার সঙ্গে এখনও নির্বাচনের কোনও যোগ পাইনি । বিষয়টি ব্যক্তিগত এবং পারিবারিক বলেই মনে হচ্ছে । "

ভিডিয়োয় শুনুন অজয় নায়েকের বক্তব্য

পঞ্চায়েত ভোটে নিখোঁজ ভোটকর্মী রাজকুমার রায়ের সঙ্গে ইতিমধ্যেই তুলনা শুরু হয়ে গিয়েছিল অর্ণব রায়ের নিখোঁজ হওয়ার বিষয়টি। তবে, বিষয়টি নির্বাচন সংক্রান্ত নয় এই মন্তব্য করে জল্পনায় অনেকটাই জল ঢাললেন অজয় নায়েক। এদিকে, সূত্রের খবর, আজ সকাল ৯টা ৪০ নাগাদ অর্ণব রায়ের মোবাইল একবার সুইচ অন হয়েছিল। গতরাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিষয়টি নিয়ে গভীররাত পর্যন্ত নদিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে অর্ণব রায়কে দ্রুত খুঁজে পাওয়ার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন ।

Last Updated : Apr 19, 2019, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details