কলকাতা, 12 জুলাই:আষাঢ়ের বাতাসে ভেসে চলেছে মেঘের ভেলা ৷ কিন্তু যার জন্য চাতকের মতো চেয়ে রয়েছে রাজ্যবাসী, সেই বৃষ্টিরই দেখা নেই ৷ ভরা বর্ষাকালে তীব্র গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গের ৷ এই অবস্থায় কোনও আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া অফিসও (No rain possibility in West Bengal today) ৷ কবে যে বৃষ্টিতে ভিজবে রাজ্য, তা নিশ্চিত করতে বলতে পারছেন না আবহবিদরা ৷
আগামী চার থেকে পাঁচদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ৷ তা সত্যি করতেই যেন সোমবার হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও পুরুলিয়ায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ৷ তবে ওই কয়েক পশলাতেই থেমে গিয়েছে বৃষ্টির ইনিংস ৷ তারপর থেকে যে কে সেই ।