কলকাতা, 30 অগাস্ট : খাগড়াগড় কাণ্ডে বুধবারই দোষ স্বীকার করেছে 19 অভিযুক্ত ৷ আজ তাদের সাজা ঘোষণা করতে পারে বিশেষ NIA আদালত ৷ তবে, বাকি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলবে ৷
2014 সালের 2 অক্টোবর ৷ বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের এক জঙ্গির ৷ জখম হয় আরও দু’জন ৷ পরে আরও একজনের মৃত্যু হয় ৷ বিস্ফোরণের সময় বাড়িতে ছিল দুই মহিলা ও দুই শিশু । আলিমা ও রাজ়িয়া বিবি নামে ওই দুই মহিলাকে ঘটনাস্থান থেকেই গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে ঘটনার তদন্তভার যায় NIA-র হাতে । এরপর একে একে গ্রেপ্তার করা হয় 31 জনকে ৷ তালিকায় রয়েছে জামাতের অন্যতম মাথা বোমারু মিজান তথা কওসর ৷ তাকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে NIA ৷ সেই ঘটনায় সর্বশেষ জহিরুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে । চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের বিরুদ্ধে বিশেষ NIA আদালতে মামলা চলতে থাকে ৷
এই সংক্রান্ত আরও খবর :আদালতে দোষ স্বীকার খাগড়াগড় কাণ্ডে 19 অভিযুক্তর